আমাদের কথা খুঁজে নিন

   

আবারও প্রথম আলোর ভুল সংবাদঃ ম্যাক ওএস এক্স লায়ন

I realized it doesn't really matter whether I exist or not.

প্রথম আলোর মতো জনপ্রিয় ও সর্বাধিক প্রচারিত দৈনিকের প্রযুক্তি পাতার সাংবাদিকতা দেখে আমি যথেষ্টই হতাশ। এর আগেও অনেক ভুল ধরা পড়েছে এই পাতায় যা এই ব্লগের অনেকেই জানেন। আজও আরেকটি বড় ধরনের ভুল চোখে পড়লো। প্রথম আলো বলছে, আগামীকাল ২০শে অক্টোবর অ্যাপল নাকি ম্যাকিনটশ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ওএস এক্স ১০.৭ (কোডনেম লায়ন) বাজারে ছাড়ছে । আমি এটা নিয়ে কয়েকদিন আগেই পোস্ট করেছিলাম ।

তখনই জেনেছি অক্টোবরের ২০ তারিখ অ্যাপল একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। অ্যাপলের পাঠানো আমন্ত্রণ পত্র দেখে প্রযুক্তি সাংবাদিকরাই ধারণা করে নিয়েছেন ম্যাকের নতুন সংস্করণ ১০.৭-এর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে এবং সিংহের ছবি দেখে এ-ও ধারণা করা হচ্ছে যে নতুন সংস্করণের নাম দেয়া হবে "লায়ন"। কিন্তু প্রথম আলো বলছে এটা নাকি কাল বাজারে ছাড়ছে। প্রথম আলো সূত্র হিসেবে দি টেলিগ্রাফ উল্লেখ করেছে। আপনি নিজেই পরখ করুন কী বলছে দি টেলিগ্রাফ ।

উল্লেখ্য, unveil শব্দের অর্থ মোটেই বাজারজাতকরণ নয়। নিজেই দেখে নিন unveil শব্দের অর্থ কী । ঘোষণা দেয়া বা কোনোকিছু সম্পর্কে জানানো। এখন বলুন প্রথম আলোর সংবাদ বিশ্বাস করবেন কি না। আর প্রথম আলোর অফিসে নিজ উদ্যোগে কেউ একটা ডিকশনারি দিয়ে আসবেন দয়া করে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.