আমাদের কথা খুঁজে নিন

   

হুজি প্রধানের ৯ সহযোগী গ্রেফতার

কাশিমপুর কারাগারে আটক নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ প্রধান মাওলানা মো. আবদুর রউফের ঘনিষ্ঠ সহযোগীসহ ৯ জন হুজি সদস্যকে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি পুলিশ সুপার মো. মজিদ আলীর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর কওমি মাদ্রাসায় অভিযান চালিয়ে হুজি সদস্যদের গ্রেফতার করে। এ সময় মাদ্রাসার ভেতর থেকে ১টি গ্রেনেড, ৪টি রামদা, ৩টি জিহাদি বই, ১টি ডায়রি, ৭টি মোবাইল এবং ১টি গাইড বই উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়। এ ব্যাপারে বৃহস্পতিবার বেলা ১১টায় ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মজিদ আলী অভিযানের বিষয়ে সাংবাদিকদের অবগত করেন। সংবাদ সম্মেলনে বলা হয় গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জেহাদ (হুজি)-এর সদস্য। গ্রেফতারকৃত মশিউর রহমান মিলন তালুকদার সাংবাদিকদের কাছে কাশিমপুর কারাগারে আটক হুজি নেতা মাওলানা রউফের সঙ্গে তার যোগাযোগ থাকার কথা স্বীকার করেন। এ সময় ঝালকাঠির সিনিয়র সহকারী পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন, নলছিটি থানার ওসি এজেএম মাসুদুজ্জামানসহ পুলিশের ঊধর্্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপরদিকে গ্রেফতারকৃতরা তালিমুল কোরআন শিক্ষা দেওয়ার জন্য ওই কওমি মাদ্রাসায় এসেছিল বলে উপস্থিত সাংবাদিকদের জানায়। তারা জানায়, এর আগেও তারা ঝালকাঠি এসেছিল। গ্রেফতারকৃতরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের একাংশের প্রধান মাওলানা মো. আবদুর রউফের ঘনিষ্ঠ সহযোগী নলছিটির নাচোলমহল ইউনিয়নের মৃত কদম আলীর ছেলে মো. মশিউর রহমান ওরফে মিলন তালুকদার (৩০), মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামের মৃত আ. রব মৃধার ছেলে আ. বাশার মৃধা (৪০), মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামের মৃত পূর্বসরমঙ্গল গ্রামের হায়দার আলী মাতুব্বরের ছেলে মিনহাজুল আবেদীন (১৮), গোপালগঞ্জ জেলার মোকসেদপুরের জাকোর গ্রামের মোকছেদ শেখের ছেলে মো. সেরাজুল ইসলাম (৪৩), মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদার কান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে আ. আজিজ (২৫), ঝালকাঠির নলছিটি উপজেলার মালুহার গ্রামের আ. মান্নান খানের ছেলে মো. নূরুল ইসলাম (২৫), ঝালকাঠির নলছিটি উপজেলার হারদল গ্রামের নূরুল ইসলাম হাওলাদারের ছেলে মো. সোহাগ (৩০), ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওড়াবুনিয়া উপজেলার ইউসুফ হাওলাদারের ছেলে মো. জোবায়ের (২৫) ও ঝালকাঠির নলছিটি উপজেলার মালুহার গ্রামের মাওলানা মাসুম বিল্লাহর ছেলে মো. বাকী বিল্লাহ ওরফে বাকী (২০)। এ বিষয় নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ জেড এম মাসুদুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ও অস্ত্র আইনে দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.