আমাদের কথা খুঁজে নিন

   

ডায়রীর পাতাগুলো..................কেবলই ব্যক্তিগত ভাবনা

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

এখন.বেলা ৩.০০টার কিছু বেশি হবে, সবার মত আমিও অফিসের কাজে ব্যস্ত রয়েছি, কাজ করতে করতেই মনের ভেতর কেমন করে যেন ডেকে উঠলো পুরাতন কোন লহরী অথবা ভবিষ্যতের অশনি বাদ্, কম্পিউটারে উস্তাদ নুসরাত ফাতেহ আলি খান সাহেবের কাওয়ালী ছেড়ে দিলাম, সাউন্ড এত অল্প যে কেবল আমিই শুনতে পাচ্ছি, গানটা সেই রকম সুন্দর। দারদ রুক্তা নাহি এক পাল ভি, ঈসক-কি ইয়ে সাজা মিল-্ রাহি-হে। মৃত্যুর আগেই মরে গেছি আমি চোট্ নাজরোঁ কি অ্যায়সি লগি-হে। আসলেই গানটার ভেতর সেরকম ব্যাথা লুকানো আছে, সাথে সাথে আছে জাগতিক ও আধ্যাত্বিক অর্থের মিশেল অনুভুতি। সৃষ্টিকর্তার সাথে পবিত্র প্রেমের মিলন-বিচ্ছেদ উপাখ্যান অথচ মনে হবে প্রেয়সির প্রেমে পুড়ে মরছেন সারাক্ষন।

শ্রাবনের কালো রাতে যখন বিরহীনি বসে বসে কাঁেদ একাকি, যখন শিশুরা গভীর ঘুমে আচ্ছন্ন, তখনও তাঁর সাথে এমনভাবে নয়ন মিললো যে, আমার চোখ আর লাগে না, ঘুমে, রাত কাটছে রাতের তারা গুনে গুনে, গুনে গুনে রাতের তারা, আমি ঘুম হারা, চোঁট নাজরোঁ কি অ্যায়সে লাগি হায়। মাউত সে পেহলে-হি মার-গ্যায়া হাম, ঈসক্ কি আগ অ্যায়সি লাগি হ্যায়। রাত কাট্তি হ্যায় গিন -গনকে তারে, ঈশক-কি ইয়ে সাজা মিল রাহি-হে। সব কিছু শেষ হয়ে যায় না, অনেক দিন আগে একথা বলতাম, এখন দেখছি আসলেই সব কিছু শেষ হয়ে যায় না। অনেক কিছুই বাকি থাকে।

কিন্তু আমি ভাবি কিভাবে এটা জমে, ফ্রিজিং শব্দটার সাথে বাংলা কোন শব্দটা আসে তাও খুজে পাচ্ছি না, তরল কথা, তরল জলের মত শীতলতায় জমে যায়। কোন ফ্রেয়ন যে এখানে বাস্পগুলো ঝেটিয়ে বিদায় কারে তাও যর্থাথ অনুসন্ধানের বিষয়। আসলেই কি জমে থাকে, কোথাও কোন গোপন আড়তে লুকানো থাকে, আফগান গহীন পাহাড় গুহায় যেভাবে দিনের পর দিন লুকিয়ে আছে, মহকালের ধুলো, জাল, তার ভেতর কোন কালের খোকলা হওয়া মনূষ্য হাড় কিংবা জন্তু জানোয়ারের কংকাল, পির্পাসাত সেইসব সময়ের দাবীতে আমরা আজও সাহারার বেদুঈন পল্লী গুলোর ছেড়ে যাওয়া স্থান হাতাই। পাই না, যেন কোন এক গভীর সমুদ্র যাত্রা শেষে ফিরে আসে নাবিক সুদানের দস্যুদের দ্বারা লুট হয়ে, যেন হাহাকারের কান্নার সমস্ত জল হারিয়ে গেছে ভারত মহাসাগরের বিশাল নোনা জলের মিছিলে। সে কেবলি নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে তীরে, আজ তাকে আগলে ধরতে বুকে নেই কেউ, কোথাও কোন মানুষের হাসি আজ আর তার জন্য অবশিষ্ট নেই।

কোন এক জায়গা মনে রাখতে চেয়েছিলাম, হয়নি। কোন এক জায়গাকে হৃদয়ে রাখতে চেয়েছিলাম হয়নি। কোন এক সন্ধানকে হৃদয়ে ভরে রাখতে চেয়েছিলাম, হয়নি, অনুসন্ধান হয়ে রয়ে গেছে, আজও। আসলে আমাদের চাওয়ার ও পাওয়ার মাঝখানে চলে আসে আমাদেরই স্বার্থ, নিজেকে মেলে ধরার, নয়তো নিজেকে গুটিয়ে রাখার, চলে আসে স্বার্থ আধিপত্যের নয়তো প্রজাতন্ত্রের অথবা রাজতন্ত্রের। কখনও ব্যক্তিত্বের নয় তো সামাজিকতার, পারিবারিক শাসনের বেড়াজালে অর্থের মায়া আমরা অনেকেই ছাড়তে পারিনা, এটাই সত্য, এবং এ দাবী আসবেই, আমরা ইচ্ছা করলেও সে আবদারকে উপেক্ষা করতে পারব না।

আসলেই খালিহাতগুলো আমাদের কেবলি ভরপুর দেনার মুদ্রায়। মুদ্রা যদিও তা ভালবাসার, মমতার, øেহের। কিন্তু তবুও সেই সব দেনা, আমরা শোধ দিতে পারব না, যদিও মাঝে মাঝে ইচ্ছা করি, সব শোধ করে দিব, কোথাও কোন দেনা আর বাকি রাখব না, কিন্তু পারি না নাতো, মায়ের, বোনের পাহাড়ের ঢলের মত এসব বান। আমরা ইচ্ছা করলেও আমাদের কোন এক দেনার শোধ কোনদিনও দিতে পারব না। যতই চেষ্টা করি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.