আমাদের কথা খুঁজে নিন

   

ডায়রীর পাতা থেকে : একটি কবিতা ও তার পিছনের গল্প

সহজ সরল সবকিছুই ভালবাসি। জটিলতা পছন্দ করি না।

টেলিফোনের তেলেসমাত এ.কে.এম ইউনুছ স্যার কোন সুদুরের ডাক এসেছে নিদ মহলায় আকস্মাৎ , এ যে দেখি আজব কান্ড টেলিফোনের তেলেসমাত। ক্রিং ক্রিং শব্দ হলে রিসিভারটা নাও তুলে , সুপ্ত ব্যাথা গোপন কথা বলতে পার মন খুলে। সুদূর হতে বিধুর বাণী ক্ষনে ক্ষনে আসছে ভাসি, আকুল প্রাণে জানতে সে চায় কেমন আছে প্রাণ প্রিয়সী।

কবিতাটি চিটাগাং ষ্টীলমিল স্কুলের ইংরেজী শিক্ষকের লেখা। আমাদের অনেক বন্ধুরাই এই স্যারের কাছে প্রাইভেট পড়তে যেত। আর এই ব্যাচ গুলো ছেলে-মেয়ে সবার জন্যই ছিল উন্মুক্ত । আমাদের চেয়ে বেশ বড় এক আপু এই ব্যাচে পড়তে আসতো যার বিয়ে ঠিক হয়েছিল বিদেশ প্রবাসী এক ছেলের সাথে। ছেলেটি দেখতে কেমন জানিনা,তবে অনুমান করি আপুর ষোল আনার চার আনা হলেই যথেষ্ট,ওতেই তাকে নিতান্ত সুপুরুষ বলে চালিয়ে দেয়া যাবে।

তখনকার সময়ে যোগাযোগ এখনকার মত এত সহজ ছিল না,ভরসা ছিল চিঠি চালাচালি আর টি.এন্ড.টির ল্যান্ড ফোন। ল্যান্ড ফোনও ঘরে ঘরে ছিল না,ছিল সীমিত কিছু লোকের বাসায়। মোবাইল ?-সে তখন আমরা চোখেও দেখিনি! আর ভাগ্যক্রমে স্যারের বাসায় ল্যান্ডফোন ছিল আর আপু ও তার হবু বরের অন্যতম যোগাযোগের মাধ্যম ছিল এই ফোন । তো আপুটি যখনি পড়তে আসত দেখা যেত উনার সমস্ত মনোযোগ পাশের ঘরের ফোনের দিকে। কখন বিদেশ হতে সেই বহুকান্খিত কলটি আসবে,কখন মধুর ক্রিং ক্রিং শব্দে বেজে উঠবে ফোন।

আর যখনি আপুকে চমকে দিয়ে ফোন বেজে উঠত,উনি স্যার এবং অন্যদের সামনে লাজলজ্জার তোয়াক্কা না করেই ছুট লাগাতেন পাশের ঘরে। স্যার কিছুই বলতেন না শুধু একটু মুচকি হাসতেন। আমরা হয়ত তখন খুব মনোযোগের ভান করে কিছু লিখছি কিন্তু কান- সে তো পাশের ঘরে উৎসুক হয়ে আছে। সেখান থেকে খুব মোলায়েম মিহি সুরের দু'একটি কথা ভেসে আসছে। কি কথা? যান মশাই, আমার অতশত মনে নেই।

ফোন শেষে যখন ফিরে আসতেন ততক্ষণে লজ্জায় আপুর গাল দুটো লাল আপেল হয়ে গেছে। সেই আপুর বিয়েতে স্যার দাওয়াত পেলেন। প্রিয় ছাএীর বিয়েতে তিনি গিফটের পাশাপাশি উপরের কবিতাটিও ফ্রেমে বাধিঁয়ে প্রেজেন্ট করে দিলেন। বোধকরি এটাই ছিল আপুর বিয়ের শ্রেষ্ঠ উপহার। বি.দ্র. -বন্ধু রাকিবের কাছ থেকে কবিতাটি সংগ্রহীত।

১৯৯৯ ইং।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.