আমাদের কথা খুঁজে নিন

   

ভুলতে মিছেই চাওয়া

দ্রোহের আগুনে উঠুক জ্বলে

লাল কাগজে দুঃখ লিখি নীল কাগজে সুখ দুঃখে সুখে জলের বুকে ভাসছে যে তোর মুখ গহীন রাতের অন্ধকারে হারায় চাঁদের আলো সেই আঁধারে যাই যে মিশে তোকে বেসে ভালো নগ্ন পায়ে ঘাসের বুকে শিশির মাড়াই সুখে ওই শিশিরের কান্না কি আজ বাজছে আমার বুকে? ভোরের আলো চোখ ছুঁয়ে দেয় ভুলতে মিছেই চাওয়া মনরে কবাট বন্ধ তবু তোরই আসা যাওয়া হঠাৎ যেন বাদল দিনে ঝুমঝুমিয়ে মেঘ আজও আছিস চিন্তাবিহীন নেই কোন উদ্বেগ নীলতে পাহাড় আজও আমি একাই পথে চলি মনে মনে সঙ্গোপনে সঙ্গী আমার হলি? তুই কি আজও এই আঙ্গিনায় অবাধ আসিস যাস? আজও কি তুই তেমনি করেই আকুল চোখে চাস? তোর চোখেতে আজও অমন শাপলা শালুক ভাসে? আলতা রাঙ্গা পা দেখে ঠোঁটের কোনে হাসে? তুই কি আজও ভাবিস আমায় হঠাৎ পরে মনে? লালচে আগুন আকাশ জুড়ে সন্ধা নামার ক্ষনে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।