আমাদের কথা খুঁজে নিন

   

ভুলতে চাই

সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দ্বীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা। তোমার এক একটা নির্ঘুম রাত তুমি আমার হাতে তুলে দিতে চাও বুকের ভেতর জমাট কষ্টগুলো আমাকে বুঝাতে চাও সবি বুঝি আমি কষ্ট বাড়াতে চাইনা বলেই –তাইতো দূরে চলে যেতে চাই ভুলতে চাই তোমাকে হ্যাঁ সত্যি ভুলতে চাই যে আকাশে ডানা মেলে উড়া যায় না সে আকশ চাইনা আমি চাই না গুমরে মরতে বুকের মধ্যে অসহনীয় যন্ত্রণা বয়ে বেড়াতে চাইনা এতো প্রিয় যে গিটার তাকেতো কাছ থেকে একবারও দেখনি সে গিটারের তার ছিরে গেলেই কি-বা আসে যায়? পিঞ্জিরার মাঝে বন্দি থাকার চেয়ে ডানা ঝাপটে মরে যাওয়া অনেক ভালো আমি বাঁচতে চাই প্রান ভরে নিঃশ্বাস নিতে চাই প্রতি পদক্ষেপে যেখানে ভয় সেখানে চাইনা যেতে সবার ঘৃণা নিয়ে বেঁচে থাকা যায়না ভালবাসা কখনো শুধু দুজনার হতে পারেনা ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।