আমাদের কথা খুঁজে নিন

   

আমি কি ভুলতে পারি-------------

পাকিস্তানী পররাষ্ট্র মন্ত্রী হিনা রাব্বানী খার অতীত ভূলে আমাদের সামনে তাকাতে বলেছেন । দুই দেশের সার্বিক উন্নয়নের জন্য ইহা অতিব গুরুত্বপূর্ণ বলে হয়তো উনি মনে করেন। কিন্তু আমরা কিভাবে ভুলতে পারি ৯ মাসের পাক বর্বরতার কথা । কিভাবে ভুলতে পারি ২৫ শে মার্চ ঘুমন্ত মানুষকে যেভাবে পশুর মতো গুলি করে হত্যা করা হয়েছে ,সেই বরবরতার কথা । স্বামীর সামনে তার স্ত্রীকে ,ভাইয়ের সামনে তার বোনকে ,বাবার সামনে তার মেয়েকে যেভাবে পাক বাহিনী ধর্ষণ করেছে তা কি ভুলে যাওয়া সম্ভব।

মায়ের কোল থেকে তার আদরের সন্তান কে ছিনিয়ে নিয়ে তারা হত্যা করেছে , বয়সের ভারে নূয্য যে মানুষ তাকেও বেনয়েড দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে ,নারীদের গনিমতের মাল হিসাবে তাদের ক্যাম্পে রেখে নির্যাতন করা হয়েছে , ক্যাম্পে আটক মুক্তিযোদ্ধাদের কারো চোখ উপড়ে ফেলা হয়েছে ,কারো বিভিন্ন অঙ্গহানি করা হয়েছে,শুধু তাই নয় মৃত্যু যন্ত্রণায় কাতর কেউ যখন পানির জন্য ছটফট করছিল তাকে খেতে দেয়া হয়েছিল মুত্র, সেসব ঘটনা কি ভুলে যাওয়া সম্ভব । তাদের জন্য আমাদের সবুজ বাংলা এক ভাগারে পরিণত হয়েছিল,মানুষ হয়েছিল শিয়াল ,কুকুর,শকুনের খাবার, সেই ঘটনাকি ভুলে যাওয়া সম্ভব। যদি তা ভুলে যাই তাহলে অস্বীকার করা হবে ৩০ লক্ষ শহীদের , ২ লক্ষ মা বোনদের আত্মত্যাগের কথা ,অপমান করা হবে সব বীরযোদ্ধাদের বীরত্বকে,অপমান করা হবে আমাদের এই স্বাধীন বাংলাদেশকে। মাননীয় মন্ত্রী দুই দেশের সার্বিক উন্নয়নের জন্য আমাদের অতীত ভুলে যেতে বলেছেন । আজ স্বাধীনতার ৪০ বছর পর আমরা মনে করি সব ক্ষেত্রে না হোক ক্ষেত্রে আমরা তাদের চেয়েও অনেক সফলতা অর্জন করেছি ।

আজ তাদের হাত ধরে অতীত ভুলে নতুন করে সফলতা অর্জনের কোনও ইচ্ছে অন্তত এই তরুন প্রজন্মের নেই। দরকার নেই আমাদের এই বন্ধুত্ত্বের ,আমরা তাদের থেকে অনেক ভাল আছি। শুভ,সিলেট ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।