আমাদের কথা খুঁজে নিন

   

আবিষ্কারের আনন্দ

জনান্তিকের মুক্তিযুদ্ধ ও অন্যান্য—ভীষ্মদেব চৌধুরী প্রচ্ছদ: সব্যসাচী হাজরা
প্রকাশক: কথাপ্রকাশ প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৩ মূল্য: ১৭৫ টাকা

হরিপ্রভা তাকেদার ভ্রমণবৃত্তান্ত বঙ্গমহিলার জাপান যাত্রা ১৯১৫ সালে ঢাকা থেকে প্রকাশিত হয়। এশীয় নারীদের মধ্যে হরিপ্রভা হলেন জাপানবিষয়ক গ্রন্থের প্রথম রচয়িতা। ১৯০১ থেকে ১৯২০ সাল পর্যন্ত ঢাকায় বসবাসকারী একমাত্র নারী গ্রন্থকারও তিনি। নিছক ব্যক্তিগত ডায়েরির মতো করে লেখা হলেও তখনকার বাংলাদেশ ও জাপানের আর্থসামাজিক ব্যবস্থা বোঝার জন্য এটি একটি দরকারি গ্রন্থ। ভীষ্মদেব চৌধুরী তাঁর জনান্তিকের মুক্তিযুদ্ধ ও অন্যান্য প্রবন্ধ বইয়ের ‘হরিপ্রভা তাকেদা’ প্রবন্ধে ব্রাহ্মসমাজের এই ভদ্রমহিলার জীবন ও সাহিত্যকর্মের নানা খুঁটিনাটি তুলে ধরেছেন।

১৯৯৯ সালের আগে তাকেদার বইটি সাধারণের অজ্ঞাত ছিল। লন্ডনের ইন্ডিয়া লাইব্রেরি অফিস থেকে ১৯৯৯ সালে এটি আবিষ্কৃত হয় এবং গবেষক মনজুরুল হক তাঁর ভূমিকাসহ পুনর্মুদ্রণ করেন। ফলে, ঢাকার নারী-লিখিত গ্রন্থবিষয়ক ইতিহাসের সূচনাবিন্দু হিসেবে ধরে নিতে হবে এই বইটিকেই।
জনান্তিকের মুক্তিযুদ্ধ ও অন্যান্য প্রবন্ধ বইটিতে ভীষ্মদেব চৌধুরী সাহিত্যের নানা প্রসঙ্গ নিয়ে মোট ১৪টি প্রবন্ধ অন্তর্ভুক্ত করেছেন। বিভিন্ন বিষয় ও প্রচলিত দৃষ্টিভঙ্গির বাইরে থেকে দেখা এসব লেখায় লেখকের অন্তর্দৃষ্টি আমাদের নতুন আবিষ্কারের আনন্দ দেয়।

 ‘সোনার বাংলা ও জয় বাঙলা’ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের দেশপ্রেম, বিশেষ করে বাংলা অঞ্চলের প্রভাবে তাঁদের চৈতন্যের যে পরিবর্তন, তা স্পষ্ট করে তুলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর প্রান্তিক মানুষের সংস্পর্শে এসেছেন কম, তবু পদ্মাপারে জীবনের যেটুকু সময় কাটিয়েছেন, তার মধ্য দিয়েই সাধারণ মানুষের জীবন সম্পর্কে অভিজ্ঞতা লাভ করেছেন। সংকীর্ণ কোনো রাজনীতির ছায়াতলে না থেকেও রাজনীতিসচেতন ছিলেন তিনি। আর নজরুল তো বিশ্বাস করতেন ভারতবর্ষের স্বাধীনতাসংগ্রামের নেতৃত্ব দেবে বাঙালিরাই। নজরুলের স্বভাবজাত দ্রোহের যে প্রকাশ তা রূপায়িত হয়েছে ‘জয় বাঙলা’র তেজস্বী রূপকল্পে, আর রবীন্দ্রনাথ তাঁর অনিঃশেষ প্রজ্ঞা, বিশ্বজনীনতা ও ভালোবাসার মিলন ঘটিয়েছেন তাঁর ‘সোনার বাংলা’র মাধ্যমে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.