আমাদের কথা খুঁজে নিন

   

জাহান্নাম সফরে বারাক ওবামা ও শেখ হাসিনা

জসীমউদ্দীন,বালুখালী,রাঙ্গামাটি।

জাহান্নামের অবস্থা খুব খারাপ। প্রতিদিন দুর্ঘটনা,খুন,গুপ্ত হত্যা,ধর্ষন, রাজনৈতিক দলাদলি, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, চিকিৎসায় অব্যবস্থা ইত্যাদি কারনে একেবারে জগন্য অবস্থা। এ নিয়ে খুব দুশ্চিন্তিতায় আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। কারন তার আবার যে কোন বিষয়ে নাক গলানো স্বভাব।

তিনি জাহান্নামের দুরবস্থার কথা জেনে ঠিক করলেন প্রকৃত কি ঘটনা তা জানার জন্য স্বচক্ষে জাহান্নাম পরিদর্শনে যাবেন। এবংতিনি চিন্তা করলেন কাকে সাথে নেয়া যায়। এজন্য তিনি জাতিসংঘ মহাসচিব এর পরামর্শ চাইলেন। মহাসচিব অনেক খুঁজে-টুজে পাইলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। জাহান্নাম পরিদর্শনে শেখ হাসিনাকে সাথে নেয়ার পরামর্শ দিলেন কারন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শিশু মৃত্যুর হার কমিয়ে পুরস্কার পেয়েছেন এবং সমুদ্রজয়েরও রেকর্ড আছে তার ঝুলিতে।

যাই হোক শেখ হাসিনা প্রস্তাব পাওয়ার সাথে সাথে রাজী হয়ে গেলেন এবং নির্দিষ্ট দিনে হাজির হলেন জাহান্নামে। জাহান্নাম পরিদর্শন করলেন তারা। কিন্তু সমস্যা হলো জাহান্নাম পরিদর্শনের সময় কোন সাংবাদিক তাদের সফর সঙ্গী হলেন না। কারন জাহান্নামে নাকি সাংবাদিক হত্যার কোন বিচার হয় না। অগত্য জাহান্নামের পরিস্থিতি জানানোর জন্য ওবামা ও হাসিনা একটি ফোনের দোকানে ঢুকলেন।

ওবামা জাহান্নাম থেকে আমেরিকায় ফোন করে টেলি কনফারেন্স করে বিস্তারিত জানালেন এবং তিনি ১২ মিনিট সময় নিলেন, যথারীতি শেখ হাসিনা জাহান্নাম থেকে বাংলাদেশে ফোন করলেন এবং ৫৬ মিনিট সময় নিয়ে বিস্তারিত বললেন। এবার ফোনের বিল দেয়ার পালা, ফোনের দোকানদার ওবামার কাছে ১২ মিনিটের জন্য ১২০ ডলার চাইলেন এবং শেখ হাসিনার কাছে চাইলেন ৫৬ মিনিটের জন্য ১৬.২৪ টাকা। ওবামা এবার খুব রেগে গেলেন এবং ফোন দোকানীকে ধমক দিয়ে কারন জানতে চাইলেন। জাহান্নামের ফোন দোকানদার বিনয়ের সাথে বললেন- স্যার আপনারটা আইএসডি কল আর খালাম্মারটা লোকাল। তাই বিলের এই পার্থক্য।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.