আমাদের কথা খুঁজে নিন

   

নার্সিসাসের চুমু



পুং কান্নার ক্যাফেতে বইসা নার্সিসাস এই বানীসমৃদ্ধ গান করতেসেন- সে যখন চুম্বন করে, সে আসলে কাহাকে চুম্বন করে আমি কবর খুড়ে খুড়ে হাড়ের ভিতর থেকে নিয়ে আসি এই পৃথিবীর সমস্ত চুম্বন, দেখি যে- অনেক চুম্বন তার ইচ্ছাতেই মৃত... আমি সেইসব অপরিনত চুম্বনসমূহে ঠোঁট ছোঁয়াই আর সব শেষে এই মুহূর্তে সংগঠিত সকল চুম্বন তোমার ঠোঁটের দিকে ছুঁড়ে দেই... আর এসব দৃশ্যের ঘষায় ঈদিপাসের হাড় দিয়ে বানানো একটা চশমা হয়ে উঠছে দৃষ্টিসক্ষম আর সে চেয়ে আছে নার্সিসাসের দিকে- যে কিনা গাইছে একটাই গান- সে যখন চুম্বন করে, সে আসলে কাহাকে চুম্বন করে


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।