আমাদের কথা খুঁজে নিন

   

মুভি রিভিউ - Ghost World (2001)


IMDB rating : 7.7/10 Language : English Director : Terry Zwigoff Writer : Daniel Clowes (Comic), Terry Zwigoff মুভির প্রচ্ছদে দেখা যাবে অল্পবয়স্ক দুই স্কুলপড়ুয়া মেয়ের ছবি। যারা তা দেখে এই মুভিকে হলিউডি টিন মুভির কাতারে ফেলে দিবেন তারা ভুল করবেন। আবার মুভি জুড়ে আছে অনেক হাস্যরস। কিন্তু তাই বলে এটিকে নির্ভেজাল কমেডি মুভি ভাবাও ঠিক হবেনা। এটি কাহিনী নয় বরং চরিত্র প্রধান মুভি।

কাহিনীসর্বস্ব মুভিতে একটা কাহিনী থাকে, সেই কাহিনীর প্রয়োজনে চরিত্র আসে। কিন্তু এই মুভিতে চরিত্র যা করে বা করেনা তাই হয় গল্প। কাজেই যারা সুন্দর একটা সাজানো কাহিনী কিংবা উপসংহারে সব কিছুর মীমাংসা দেখে অলস কোন দুপুরে তৃপ্তির আড়মোড়া ভাঙতে চাচ্ছেন তাদেরকেও হতাশ হতে হবে। এনিড ও রেবেকা - দুই সদ্য হাইস্কুল পাশ করা গ্রাজুয়েট। দুজনের মধ্যে গলায় গলায় সখ্য।

বন্ধুত্বের বন্ধন চিরন্তন করতে তারা কলেজে ভর্তি না হওয়ার সিদ্ধান্ত নেয়। ইচ্ছে, ছোট্ট একটি অ্যাপার্টমেন্ট, যেখানে তারা থাকবে আর চলার জন্য সাদাসিধে কোন জব। তাদের এত সখ্যের রহস্য কি? তারা দুজনেই কায়মনোবাক্যে জনপ্রিয়তার চকচকে মোড়কে ঢাকা গতানুগতিকতা এবং লোক দেখানো আলগা স্মার্টনেস ঘৃণা করে। এনিডের কথায়, "I just hate all these extroverted, obnoxious, pseudo-bohemian losers. " স্রোতের বিপরীতে তাদের এই অজনপ্রিয় অভিযানে তারা কেবল একে অন্যকেই পাশে পায়। এখানে বলে রাখা ভালো মূল কমিক বইতে দুই চরিত্রই সমান গুরুত্ব পেয়েছে।

কিন্তু মুভিতে এসে পরিচালক এনিডকে বেশি সময় দিয়েছেন। যাই হোক, ধীরে ধীরে রেবেকা-এনিডের চারিত্রিক অমিলগুলো স্পষ্ট ও প্রকট হতে থাকে। রেবেকার চিন্তাজুড়ে অ্যাপার্টমেন্ট, জব, ভবিষ্যত, সঞ্চয়। অথচ এনিড একেবারেই পরিকল্পনাহীন, লাগামহীন ও দিকভ্রান্ত - বিয়ে, জব, ভবিষ্যত তো দূরের কথা আগামী সপ্তাহে সে কি করবে তাও সে ঠিক করে উঠতে পারেনা। রেবেকা তাড়া দিলে সে জীবনকে কিছুটা গোছাতে চেষ্টা করে।

কিন্তু এনিড এতটাই স্মার্ট, বয়সের তুলনায় এতটাই পরিপক্ক ও স্পষ্টবাদী যে বাইরের মানুষ তার কথার মর্মই ধরতে পারেনা, বিরক্ত হয়। মুভি থিয়েটারে চাকুরির প্রথম দিন জনৈক এলকহলিক দর্শক মুভি দেখতে যাওয়ার আগে বিয়ার পাওয়া যাবে কিনা তা জানতে চাইলে এনিড বলে, " I wish. Actually you wish... after about five minutes of this movie, you're gonna wish you had ten beers. " রেবেকা ছাড়া তার কোন বন্ধু নেই, কোন চাকুরিই তার স্থায়ী হয়না, অ্যাপার্টমেন্ট খোঁজাতেও মন নেই, এমনকি বাবার সাথেও তার বনে না। তার মা নেই। তার বাবা এখন যে মহিলাকে পছন্দ করেন তার সাথেও এনিডের জীবনদর্শনের সংঘাত। তার উপর রেবেকা একটু একটু করে দূরে সরে যেতে থাকায় এনিড একেবারেই নিঃসঙ্গ হয়ে যেতে থাকে।

সেইসময় তার জীবনে সেইমুরের আবির্ভাব। সেইমুর বয়স্ক, ফ্রাইড চিকেন রেস্টুরেন্ট এর একজন এক্সেকিউটিভ এবং সাথে শখের বশে পুরোনো গানের রেকর্ড জমান। বয়সের ব্যাপক তারতম্য থাকলেও দুজনের মধ্যে অনেক মিল - দুজনেরই জীবনদর্শন জটিলতায় ভরা যা সাধারন মানুষ বোঝে না। তাই দুজনেই নিঃসঙ্গ। কি হবে তাদের শেষ পর্যন্ত? তারা কি পারবে উভয়ের জীবনের জটিলতার সমাধান করতে? জানতে হলে মুভিটি দেখতে হবে।

মুভিতে পরিচালক অনেক রূপক ব্যবহার করেছেন যেগুলো আপনাকে সময়ে সময়ে ভাবাবে, যেমনটি ভাবাবে গল্পের অন্তিম দৃশ্যটা। মুভিতে আর্ট শিক্ষক ও আর্ট ক্লাসের কিছু দৃশ্য আমার নজর কেড়েছে। এর মাধ্যমে পরিচালক স্পষ্টতই কিছু অর্থবহ মেসেজ দিয়েছেন। সার্বিক মেকিং খুবই ভালো। মুভিটির একটি অস্কার নমিনেশনও আছে।

চরিত্রপ্রধান গল্পের চরিত্ররা সবাই বেশ ভালো করেছেন। তবে আবারো বলে নেই এ মুভির সৌন্দর্য এর গভীরতা । তাই আশা করি যারা দেখবেন তারা হালকা মুডে মুভিটা দেখতে বসবেননা। তবে মুভির গভীরতাটুকু ভালো লাগা বা মন্দ লাগার উপর মুভিটি আপনার ভালো লাগা বা মন্দ লাগা নির্ভর করবে - এটা বোধকরি বলা যায়। মুভিতে ভায়োলেন্স কিংবা যৌন দৃশ্য তেমন একটা নেই।

যা আছে সেগুলো একেবারেই গ্রাফিক নয়। আশা করছি মুভিটি আপনাদের সবার ভাল লাগবে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.