আমাদের কথা খুঁজে নিন

   

আদালত আমাদের গবের ও গৌরবের হয়ে উঠুক



ইচ্ছা ছিলো না তবু লিখলাম। একটা প্রশ্ন জাগলো তাই। প্রশ্নটা দোষ কিংবা নিদোষ বিচারের আশায় নয়। আর এ নিয়ে আমার কোনো ইনটারেস্টও নেই। বিচারের মাত্রা ও তাৎপয নি্যে প্রশ্ন।

আদালত অবমাননার শাস্তি ও বিচারের রায় মাত্র ১০০ টাকা জরিমানা অথবা আনাদায়ে একদিনের জেল । আদালত অবমাননার তাৎপয এত কম নাকি এদেশে? নাকি এটা বিচারের নামে আদালতের নিজস্ব/ইনটারনাল/ইনক্লুসিভ অবমাননা হলো! কোনো এক সময় শুনে ছিলাম, গ্রামের মাতব্বরগন ৫০ টাকা জরিমানা করে ছিলো কোনো এক রেপিস্টকে - বিচারের নামে প্রহসন। তখন চারি দিকে ধিক ধিক রব উঠেছিলো। তেমনি কি হলো না এই রায় (জাস্ট এন এনালোজি)। আদালত অবমাননার শাস্তি মাত্র ১০০ টাকা জরিমানা অথবা একদিনের জেলের বেশ মিল আছে মাতব্বরের রায় এর সাথে বলে মনে হচ্ছে, ভুলও হতে পারে।

যাই হোক। আসল কথা বলি। ভেবেছিলাম এত দিন পর, আদালত পাড়া আনেক ম্যচুরউড হয়েছে কিংবা হাওয়া উচিত ছিলো। যদি আদালতঅবমাননা হয়েই থাকে তবে তা সিরিয়াসলি নিয়ে কঠিন শাস্তি দেয়া উচিত ছিলো অথবা আদালত অবমাননা না হয়ে থাকলে রেসপেক্টডলি একুইটেড/ (শ্রদ্ধার সাথে অব্যহতি) হওয়া দরকার ছিলো। আদালতের উপর আমাদের আপামর জন গনের শ্রদ্ধা বেড়ে যেতো।

এখন তো আদালত পাড়ায় অনেক মেধাবী মুখাবয়বের ভিড় তবুও বিচারের এমন রকম কস্ট জাগায় মনে। আদালত আমাদের গবের ও গৌরবের দপ্তর হয়ে উঠুক এই প্রত্যাশা...................। আর কতদিন অপেক্ষা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।