আমাদের কথা খুঁজে নিন

   

জনতার আদালত

দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এই দুঃসময় আমাদের নিজদের অর্জন,তাই দেশকে বাঁচাতে হলে আমদের নিজেদের এগিয়ে আসতে হবে। যখন সরকারি দল ভাবছে তার সকল কাজ সঠিক এবং বিরোধীদল তার দায়িত্ব পালনে হচ্ছে ব্যর্থ। ঠিক তখন জনতার আদালত হাজির হয় সরকার এবং বিরোধীদল এর কাজের মূল্যায়নে । আমি মনে করি না, আমদের ক্ষমতা সামান্য আবার এও ভাবি না যে আমদের গঠন মূলক সমালোচনা রাতারাতি সব বদলে দেবে... কিন্তু তা যদি আমাদের চেতনাকে জাগ্রত করে,আমারা যদি কিছুটা বুজাতে সক্ষম হই আমদের কোথাও একটা বড় ভুল হচ্ছে এবং কিছুটা নিজেদের বদলে নিতে পারি ,তবেই হয়ত পরিবর্তনের হালে নতুন হাওয়া লাগবে।

জাতি হিসেবে আমরা প্রতিবারেই কোন না কোন শক্তির কাছে পরাজিত হচ্ছি। এ পরাজয়ের মাত্রা এতটাই বেশি,আমারা এতে অভ্যস্ত হয়ে পরছি কিংবা মেনে নিছি। আর এ ধারাবাহিক মেনে নেবার প্রবণতাকে কাজে লাগিয়ে কিছু সংখ্যক মানুষ তার আখের গুছিয়ে নিচ্ছে। কিন্তু এভাবে আর কতদিন, কোথাও এর শেষ হওয়া চাই। আজ থেকে তাই চলুন একটু একটু করে নিজেকে পরিবর্তন করি,প্রতিবাদ করি, গঠন মূলক সমালোচনা করি,ভাবি আর ভাবাই প্রতিটি অযাচিত প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তের বিরুদ্ধে - যা আমাদের এ দেশের জন্য ক্ষতিকর।

আমরা ভাবতে চাই,ভাবনার অন্তরালের সত্য উপলব্ধিকে কাজে লাগাতে চাই। গঠন মূলক সমালোচনা করতে, চাই সুন্দর দেশ টাকে বাঁচাতে। আমরা আমাদের শক্তিকে কাজে লাগাই দেশের জন্য, দশের জন্য। আমরা সপ্নতারিত কিন্তু বাস্তবতা বর্জিত নই;আমরা শক্ত হাতে দেশের-মাতৃকার কষ্টের কথা তুলে ধরব। আমরা জনতার আদালত।

। আসুন আমারা আমাদের সুন্দর দেশটার জন্য নিজের চিন্তা চেতনা আর লেখনীকে কাজে লাগাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।