আমাদের কথা খুঁজে নিন

   

রাঙ্গামাটির মেইল (সন্ত্রাসীদের গুলিতে জেএসএস নেতা নিহত)

আকাশটা ছুঁয়ে দেখতে ইচ্ছে করে

কিছুক্ষণ আগে মেইল ওপেন করে দেখলাম রাঙ্গামাটি থেকে এক বন্ধু মেইল পাঠিয়েছেন। সেটাই ব্লগারদের সাথে শেয়ার করলাম- রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে জেএসএস নেতা নিহত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সন্তু লারমা সমর্থিত গ্রুপের নানিয়ারচর উপজেলা সাধারণ সম্পাদক অভিলাষ চাকমা (৩৭) প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছে। গতরাত সাড়ে তিনটায় রাঙামাটি শহরের কল্যাণপুর এলাকায় নিজ বাসভবনে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নিহত হন তিনি। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে একদল সন্ত্রাসী রাত সাড়ে তিনটায় তার বাসার দরজা ভেঙ্গে ঢুকে তাকে এলোপাথারি ব্রাশ ফায়ার করে পালিয়ে যায়। এসময় গুলিবিদ্ধ অবস্থায় তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে জেএসএস রাঙামাটি জেলা শাখার উদ্যোগে শহরে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করা হয়। এ ঘটনার জন্য জেএসএস পার্বত্য চুক্তি বিরোধী ইউপিডিএফকে দায়ী করে। এদিকে অভিলাষ চাকমা এক সময়ে ইউপিডিএফর প্রভাশালী নেতা ছিলেন বলে দাবী করেছে ইউপিডিএফ। ইউপিডিফ নেতা মাইকেল চাকমা জানান, জেএসএসের অভ্যন্তরীন কোন্দলের কারণে অভিলাষ চাকামাকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সাথে ইউপিডিএফ’র কোন সংশ্লিষ্টতা নেই।

তিনি বলেন জেএসএসের সন্ত্রাসীরা অভিলাষ চাকমাকে হত্যা করে ইউপিডিএফের ঘাড়ে দোষ চাপাচ্ছে। এটা জেএসএসের ষড়যন্ত্রের একটি অংশ। নিহত অভিলাষ চাকমা নানিয়াচর গুনিয়া পাড়া তিন বিদেশী অপহরণ ঘটনা ও ক্যাপ্টেন গাজী হত্যা মামলার অন্যতম আসামী বলে জানা গেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.