আমাদের কথা খুঁজে নিন

   

পাচার হওয়া যৌনকর্মীদের কথা বলছি



মানুষ ও পরিণত হয় পণ্যে ! নিজদেশ থেকে পাঁচার হয়ে যায় পাশের দেশে । জীবন কাটে নিষিদ্ধ পল্লীতে । বেনাপোল বন্দর দিয়েই বেশিরভাগ নারী পাচার হয় । আশ্চর্যের বিষয় হচ্ছে ৬০ ভাগ নারীই পাচার হয় তার বন্ধু এবং প্রেমিকের মাধ্যমে । তারপর কলকাতায় তাদেরকে বিক্রি করা হয় ।

দাম নির্ভর করে বয়স এবং শারিরীক গঠনের উপর ভিত্তি করে । দেওয়া হয় নতুন নাম । বাংলাদেশী বললে পুলিশে ধরে নিয়ে যাবে এমন ভয় দেখান হয় । প্রথম তিন বছর তারা কোন টাকা পায় না । যৌনপল্লীর মালিক থাকতে এবং খেতে দেয় শুধু ।

কলকাতার সবচেয়ে বড় যৌনপল্লী সোনাগাছী । প্রায় ১৬ হাজার নারীর মধ্যে ৪ হাজার ই বাংলাদেশি । যাওয়া যাক বলিউডের শহর মুম্বাইতে । মুম্বাই এবং এর আশেপাশে রয়েছে প্রায় ৫০০ এর মত নিষিদ্ধপল্লী । যার ৫০ ভাগ নেপালি এবং ৩০ ভাগ বাংলাদেশি নারী ।

কামাথীপোড়া ,ভারত তথা সারা বিশ্বের সবচেয়ে বড় যৌনপল্লী । প্রায় ৫০ হাজারের মত যৌনকর্মী । গত এক বছরে উদ্ধার করা হয়েছে ৩ হাজারের মত যৌনকর্মী কে । যার মাঝে ৩০০ জন বাংলাদেশি । আরো আজব ব্যাপার হচ্ছে উদ্ধার হবার পরেও দেশে ফিরত আসতে পারে না অনেকেই ।

দুই দেশের চিঠি চালাচালিতেই চলে যায় ১ বছর । এতকিছুর পর যদি কেউ ফিরত আসতে পারে তাহলে আমাদের সমাজ কি তাদের গ্রহন করে !!! উদ্ধার হওয়া একজনের বললেন ,"ঢাকায় ফিরে ভাল কাজ পেলে করব ,নাহলে আবার মুম্বাই ফেরত আসব । " সূত্র : তালাশ (TAALASH-INDEPENDENT TV)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.