আমাদের কথা খুঁজে নিন

   

যানজটে ঈদ ফেরতরা

শনিবার সকাল থেকে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটে যানজট চলছে। একটি পন্টুন অচল হওয়ায় যানজট মানিকগঞ্জের পাটুরিয়ায়ও।
যানবাহনের চাপে টাঙ্গাইল ও গাজীপুরে দীর্ঘসময় আটকে থাকতে হচ্ছে উত্তরাঞ্চল থেকে ঢাকামুখীদের।
ঈদের ছুটির পর জামায়াতে ইসলামীর দুই দিনের হরতালের কারণে গত সপ্তাহজুড়ে ছিল ছুটির আমেজ। রোববার অফিস-আদালত ও স্কুল-কলেজ খুলবে বলে অনেকে শনিবারই ফিরছেন।


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল থেকে গাজীপুরের চন্দ্রা, জিরানী, মৌচাক, কোনাবাড়ি এলাকায় যানজটের খবর দিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি।
রংপুর থেকে আসা হানিফ পরিবহনের যাত্রী কামাল হোসেন বলেন, “টাঙ্গাইলে এসেই যানজটে পড়তে হয়েছে। সেখান থেকে কালিয়াকৈর পৌঁছতে ৬ ঘণ্টারও বেশি সময় লেগেছে। ”
ভোরে সিরাজগঞ্জ থেকে শ্যামলী পরিবহনে ওঠা লোকমান হোসেন দুপুর সাড়ে ১২টায় পৌঁছেন চন্দ্রায়।
গাজীপুর মহাসড়ক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসফিকুজ্জামান আক্তার জানান, ঈদের পর অফিস-কারখানা খুলে যাওয়ায় এবং হরতাল থাকায় দু’দিন ধরে রাজধানীগামী গাড়ি ও মানুষের চাপ বেড়ে গেছে।

তাই মহাসড়কের টাঙ্গাইল থেকে গাজীপুরের চন্দ্রা, জিরানী, মৌচাক, কোনাবাড়ি এলাকায় থেমে থেমে যান চলছে।
তবে বিকাল নাগাদ যানজট কমে যাওয়ার আশা দিয়েছেন তিনি।
মহাসড়ক যানজট মুক্ত করতে থানা পুলিশ ছাড়াও মহাসড়ক পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমান, গাজীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আকবর হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মহাসড়কে অবস্থান করে কাজ করছেন।
গাজীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আকবর হোসেন জানান, শনিবার ভোর থেকে গাজীপুরের চন্দ্রা, জিরানী, মৌচাক, কোনাবাড়ি এলাকায় যানজট সৃষ্টি হয়। তবে দুপুরের পর থেকে এর তীব্রতা কিছুটা কমতে শুরু করে।


“প্রায় একইসঙ্গে সবাই গন্তব্যে ফিরতে শুরু করায় রাস্তায় গাড়ি চাপ প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। এছাড়া এ সময় গাড়ি সংকট সৃষ্টি হওয়ায় অনেক পুরনো ও ফিটনেসবিহীন গাড়িও রাস্তায় নেমে পড়েছে। ”
এসব গাড়ির বেশিরভাগই রাস্তায় বিকল হয়ে যানজটের সৃষ্টি হচ্ছে বলে জানান তিনি।
এছাড়া বৃষ্টিতে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, জিরানী ও কোনাবাড়ি এলাকায় রাস্তা খারাপ হয়ে পড়ায় গাড়ি চলতেও সমস্যা হচ্ছে।
শনিবার ভোর থেকে সৃষ্ট যানজট মুক্ত করতে টাঙ্গাইলগামী গাড়িগুলোকে জায়গায় জায়গায় থামিয়ে দিয়ে ডাবল ওয়েতে (উল্টোপথে) ঢাকাগামী যানবাহনগুলোকে চলাচলের ব্যবস্থা করা হয়।


গাজীপুরের মাওনা মহাসড়ক থানার ওসি সানোয়ার হোসেন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তেমন যানজট নেই। তবে কখনো কখনো গাড়ি ধীর গতিতে চলছে।
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটে শনিবার ভোরে একটি পন্টুন বিকল হয়ে পড়ায় ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়। বেলা ১টা পর্যন্ত পাটুরিয়ায় প্রায় তিন কিলোমিটার পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি পড়ে যায়।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৬টার দিকে ফেরির ধাক্কায় পাটুরিয়া ঘাটের চার নম্বর পন্টুনটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।

এর পর থেকে এ পন্টুন দিয়ে যানবাহন পারাপার বন্ধ।
তবে তিন এবং পাঁচ নম্বর পন্টুন দিয়ে যানবাহন ওঠানামা করছে বলে জানান তিনি।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পন্টুনটি মেরামতের কাজ চলছে। বিকালে পন্টুনটি সচল হলে যানবাহনের চাপ স্বাভাবিক হয়ে আসবে।
মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাটে সকাল থেকেই যানজট লেগে রয়েছে।

যানজটের কারণে অনেকে প্রায় ৩ কিলোমিটার পথ হেঁটে ঘাটে এসে নদী পাড়ি দিচ্ছেন।
দুপুরে কাওড়াকান্দি ঘাটে গিয়ে দেখা যায়, ঘাট থেকে ৩ কিলোমিটার এলাকাজুড়ে বাস, মাইক্রোবাস ও পণ্যবাহী ট্রাক সারি বেঁধে দাঁড়িয়ে আছে।
বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের জ্যেষ্ঠ সহকারী ব্যবস্থাপক শাহনেওয়াজ চৌধুরী সাংবাদিকদের বলেন, “গত রাতের অনেক বাসও এখনো পার হতে পারেনি, সেই সঙ্গে আজ যোগ হয়েছে অনেক গাড়ি। ”
যানজট দ্রুত কেটে যাওয়ার আশা জানিয়ে তিনি বলেন, “আমাদের ফেরি সার্ভিস পুরোদমে সচল রয়েছে। যে গতিতে যাত্রী পারাপার করা হচ্ছে, তাতে আজকের পর আর যানজট থাকবে না।


মাদারীপুরের জেলা প্রশাসক নূর-উর-রহমান দুপুরে কাওড়াকান্দি ঘাট এলাকা পরিদর্শন করেন।
তিনি বলেন, “ঈদের বন্ধ ও ঈদের পরে হরতালের কারণে মূলত গতকাল থেকেই কাওড়াকান্দি ঘাটে যাত্রী পারাপারের ভিড়। আশা করছি, খুব দ্রুত যাত্রীদের নিরাপদে পদ্মা নদী পার হয়ে কর্মস্থলে ফিরবে। ”
যাত্রী বেশি থাকায় লঞ্চ ঘাটে জেলা পরিষদের টোল ৩ টাকার পরিবর্তে ১০ টাকা করে নেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
যাত্রীদের আরো অভিযোগ, লঞ্চ ভাড়াও ২৮ টাকার পরিবর্তে ৩৫ টাকা করে নেয়া হচ্ছে।


দক্ষিণাঞ্চলের বরিশালসহ খুলনা অঞ্চলের অনেক বাস কাওড়াকান্দি-মাওয়া হয়ে ঢাকায় চলাচল করে।
(এই প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন গাজীপুর প্রতিনিধি আবুল হোসেন, মাদারীপুর প্রতিনিধি রিপন চন্দ্র মল্লিক, মানিকগঞ্জ প্রতিনিধি মাহাবুব আলম রাসেল)

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।