আমাদের কথা খুঁজে নিন

   

কিশোরগঞ্জের যানজটে মাইনসে মরি মরি

সব ঝামেলার বাইরে থাকতে চাই আর মজা লাগেনা বা* , এমন জন্ত্রনা এই ১৩ বছরে মন কয় হইছে না এই কিশোরগঞ্জে ! কিশোরগঞ্জ সদরের ২ডা দরহারি সেতু বন্ধ। আশরাফ ভাই কইতাছে কাজ শেষ হইবো কিন্তু কবে হইবো এমনিতে মাইনসে যানজটে পইরা রাস্তায় অজ্ঞান হইয়া ফুইত্তা থাকে, এমনেই খারাপ অবস্থা যে সহাল ১১-০২ পযন্র্ত রিক্সা দিয়া যাওয়ার কথাই চিন্তা করা যায়না। আর মজা লাগতাছে না, যারা ঢাহা থাইক্কা ঈদে আইবেন তাড়া সাবধান রেলস্টেশনের তে নাইম্মা কইলাম বত্রিশ এলাকায় ১টায় খুনাক্ষরেও রিক্সা দিয়ে যায়েন না। কোন হানে এই বিরাট যানজটের হাট তা এইবার জাইন্নালইন : ১. গৌরঙ্গ বাজার গ্যানাদা সুন্দরী ব্রিজ আর সামনে পিছে- আসা যাওয়া সকাল ১১-০২ আর আগে পরে করবেন। তাইলে যা হইতে তা আপনারাই বুঝবেন। ২. একরামপুর ১১-০৪ এর আগে পরে না হইলে আপনারাই বুঝবেন। এইবার কই কতক্ষন যানজট থাকে: কোন টাইম নাই যদি ধরেন কোন অটো রাস্তায় নামায় তইলে ট্রাফিক ফুলিশ ২-৪ মিনিট লাগবে মাইর দিতে তার পরে সে গাড়ি ঘুড়াইবো আরো ১০ মিনিট এর মধ্যে রিক্সা আসবো আরো যানজট বাজবো। এর লাইগ্গাই যারা যানজটের বড় হাট ঢাহার থাইক্কা আইবেন তারা ধৈয্য হারাইয়েন না কিশোরগঞ্জেও এই হাট শুরু হইয়া গেছে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.