আমাদের কথা খুঁজে নিন

   

অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে

আর একটি যুদ্ধ চাই
নিউজিল্যান্ড-বাংলাদেশ দুই দলের জন্যই বিশ্বকাপের প্রস্তুতিমূলক পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেটি প্রথম ওয়ানডে খেলায় নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ রানে জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমে ব্যাট করে সাকিব আল হাসানের অর্ধ-শতকের সুবাদে ৪৯,ওভার ৩ বলে সফরকারী বাংলাদেশ করে ১০ উইকেটে ২২৮ রান। জয়ের লক্ষ্য বাংলাদেশের বেঁধে দেয়া ২২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছিল নিউজিল্যান্ড। কিন্তু ১৫ ওভারে ৮৫ রান তোলার পর বৃষ্টি নামে। ফলে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে নিউজিল্যান্ডের লক্ষ্য হয় ৩৭ ওভারে ২১০।

নিউজিল্যান্ড তুলেছে ২০০ রান , ৮ উইকেটে,তখনি দেশের মাটিতে আবারও নিউজিল্যান্ডকে বধ করেছে বাংলাদেশ। ফলে পাঁচ ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০ তে এগিয়ে গেল। জয়ের নায়ক সাকিব আল হাসান ব্যাট হাতে করেছেন ৫১ বলে ৫৮ রান ও বল হাতে সাকিব আল-হাসান নিয়েছেন ৮ ওভার ৪১ রানে ৪ উইকেট । এটি নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় জয়। এর আগে ২০০৮ সালের ৯ অক্টোবর এই মাঠেই নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।

সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে ৮ অক্টোবর। দুই দিন বিরতি দিয়ে তৃতীয় ম্যাচটি হবে ১১ অক্টোবর। এছাড়া ১৪ এবং ১৭ অক্টোবর হবে চতুর্থ ও পঞ্চম ম্যাচ। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দেশের মাটিতে নিউজিল্যান্ড বধের কিছু ছবি .. কিন্তু দুঃখের খবর আবারও ইনজুরিতে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি ,আজকের ম্যাচে ইনজুরিতে কবলে পড়ে মাঠ ত্যাগ করেন তিনি ---- মাশরাফির জন্য দোয়া রইল .... সাবাস বাংলাদেশ ক্রিকেট দল! হৃদয় থেকে ভালোবাসা তোমাদের।

অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি সদস্যকে , অভিনন্দন প্রতি ক্রিকেটপ্রেমীকে। অভিনন্দন প্রিয় বাংলাদেশ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.