আমাদের কথা খুঁজে নিন

   

গ্রাউন্ড জিরোর ইসলামিক কেন্দ্রের নকশা উন্মোচন

Mahmood Khan

ভবনের শীর্ষ তলার অভিজাত বারান্দা। ওই বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছেন দর্শনার্থীরা। সাদা বিমের মধ্যে বসানো অসম আকতির কাচের জানালা দিয়ে সূর্যের আলো পথটিতে ঠিকরে পড়ছে। দেখলে বুঝা যায় মুসলিম ঐতিহ্যের নিদর্শনের ছোঁয়া লেগে আছে স্থাপনাটিতে। নিউইয়র্কে ৯/১১-এর সন্ত্রাসী হামলায় টুইন টাওয়ার ধ্বংসের স্থানে নির্মাণাধীন স্মৃতিসৌধের কাল্পনিক চিত্র এটি।

গত সপ্তাহে স্থপতিরা প্রথমবারের মতো এক কমিউনিটি বৈঠকে ‘পার্ক ৫১’ নামের এ কেন্দ্রের নকশা তুলে ধরেন। নকশায় জাফরি কাটের সাদা তারা দেয়া হয়েছে। মুসলিম স্থাপত্য শৈলীর মতো প্রতিধ্বনি ও মধ্যপ্রাচ্যের মতো শোভাবর্ধক ট্যালি ব্যবহার করা হয়েছে। এক সাক্ষাৎকারে প্রকল্প পরিচালক শরিফ আল-গামাল জানান, নকশায় মুসলিম ঐতিহ্য ফুটিয়ে তোলার সঙ্গে আধুনিক উপাদান ও কাচ ব্যবহার করা হয়েছে। আলোক প্রবাহী কিন্তু অস্বচ্ছ এ কাচ ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার একটি অনুভূতি তৈরি করবে।

তবে পরিকল্পনাকারীরা এখনো কাজ শুরুর প্রয়োজনীয় ১৪ কোটি ডলারের তহবিল জোগাড়ের কাজ শুরু করেননি। চলতি বছরের প্রথমে এর একটি ইমেজ প্রকাশ হলেও এবারই প্রথম কেন্দ্রটির বিস্তারিত নকশা তুলে ধরা হলো। যেখানে ১৫ তলা এ ভবনে রেস্তোরাঁ, নাট্যশালা, দিবা যতœ কেন্দ্র, ব্যায়ামাগার ও পুল রয়েছে। একই সঙ্গে এখানে ৯/১১-এর স্মৃতিসৌধ ও বিশ্বাসী বা অবিশ্বাসী সবার প্রার্থনা বা ধ্যানের জন্য উন্মুক্ত স্থান রাখা হবে বলে গামাল জানান। তবে মুসলমানদের প্রার্থনা ঘরটি ভবনের ভূগর্ভস্থ অংশে রাখা হবে।

মসজিদ থেকে এটিকে পৃথক করার জন্য এর নাম দেয়া হয়েছে মুসাল্লা। তবে মুসলমানদের প্রার্থনা ঘরকে মসজিদ বলা হয় বলে গ্রাউন্ড জিরোতে এ ধরনের একটি প্রার্থনা ঘর যথাযথ নয় বলে অনেকে এর বিরোধিতা করেন। সূত্র : ইন্টারনেট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.