আমাদের কথা খুঁজে নিন

   

গ্রাউন্ড জিরোতে মসজিদ নির্মাণের পক্ষে ওবামা

কালের স্রোত

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিউইয়র্ক সিটির গ্রাউন্ড জিরোতে মসজিদ নির্মাণের পরিকল্পনাকে জোরালোভাবে সমর্থন করেছেন। শুক্রবার হোয়াইট হাউসে এক ইফতার পার্টিতে মসজিদ নির্মাণে তার সমর্থনের কথা জানান। কিন্তু এই পরিকল্পনার বিরোধিতাকারীরা গ্রাউন্ড জিরোর টুইন টাওয়ারের কয়েক শ ফুট দূরে ইসলামিক কালচারাল সেন্টার ও মসজিদ তৈরির আবারও প্রতিবাদ জানিয়েছে। প্রেসিডেন্ট ওবামা বলেন, ৯/১১-এর স্থানটি স্পর্শকাতর এটা ঠিক, কিন্তু মুসলমানরাও তাদের ধর্ম চর্চার অধিকার রাখে। তিনি বলেন, আমাদের প্রতিশ্রুতি নড়চড় হতে পারে না নিউইয়র্কভিত্তিক ভবননির্মাণ প্রতিষ্ঠান এখানে ১৩ তলা বিশিষ্ট ইসলামিক কমিউনিটি সেন্টার তৈরির ঘোষণা দেয়।

হোয়াইট হাউস এর আগে মসজিদ তৈরির পক্ষে কোনো অবস্থান নেয়নি। এবারই প্রথম গ্রাউন্ড জিরোতে মসজিদ তৈরির পক্ষে তার অবস্থান ঘোষণা করলো। এ ইসলামিক সেন্টার ও মসজিদ তৈরির জন্য ১শ মিলিয়ন ডলার ব্যয় হবে। হোয়াইট হাউসের ইফতার পার্টিতে প্রায় ১শ জন অতিথি অংশ নেন। এ সময় সৌদি আরব, ইন্দোনেশিয়াসহ আরব জাতির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

নিউইয়র্ক সিটির মেয়র মাইকেল ব্লুমবার্গ বারাক ওবামার বক্তব্যকে ইতোমধ্যে সমর্থন দিয়েছেন। স্থানীয় সংস্থা এ পরিকল্পনার অনুমোদন দিয়েছে। এদিকে, সারাহ পলিনসহ রিপাবলিকান দলের শীর্ষ নেতারা ও হাউস অব রিপ্রেজেনটেটিভসের সাবেক স্পিকার নেট গিনগ্রিচ ইসলামিক সেন্টার ও মসজিদ তৈরির বিরোধিতা করছেন। এছাড়া ৯/১১-এ নিহতদের আত্মীয়-স্বজনরাও এর বিরোধিতা করে কয়েক সপ্তাহ ধরে প্রতিবাদ জানিয়ে আসছে। প্রসঙ্গত, ২০০১ সালের ৯ সেপ্টেম্বর আমেরিকার গর্ব নিউইয়র্কের টুইন টাওয়ারে বিমান হামলা চালানো হলে তা বিধ্বস্ত হয়।

এ জন্য পশ্চিমারা আল-কায়দাকে দায়ী করে আসছে। সূত্রঃ শীর্ষ নিউজ


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.