আমাদের কথা খুঁজে নিন

   

কোম্পানীগঞ্জে যুদ্ধাপরাধীদের বিচার দাবীতে মানববন্ধন

mojnu@ymail.com

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সামনে কোম্পানীগঞ্জ সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে রবিবার সকালে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন একাত্মতা প্রকাশ করে। পরে এক প্রতিবাদ সমাবেশে কোম্পানীগঞ্জ সাংস্কৃতিক ফোরামের আহ্বায়ক শহীদ উদ্দিন বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বসুরহাট পৌরসভার সাবেক চেয়ারম্যান আবদুল কাদের মির্জা, মুক্তিযুদ্ধে মুজিব বাহিনী সহ অধিনায়ক ও আ’লীগ সভাপতি খিজির হায়াত খান, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল হক, সাবেক কমান্ডার আবু নাছের, ছাত্রলীগের সভাপতি জায়েদুল হক কচি, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান মিন্টু, প্রভাষক গোলাম ছারওয়ার, মানিক মজুমদার, নৃত্যকলা একাডেমীর সভাপতি হারুন অর রশীদ সাহেদ, কবিতা পরিষদের সভাপতি মু. আবদুল হালিম রকি প্রমূখ। সভায় বক্তরা ‘৭২ এর সংবিধানের মুলভিত্তির পুণঃ প্রতিষ্ঠার দাবী জানান এবং ‘৭১ এর যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধীদের বিচার দাবি করেন। এ ছাড়া দেলোয়ার হোসেন সাঈদীর আইনজীবি ব্যারিষ্টার রফিকুল ইসলামের মুক্তিযুদ্ধ সম্পর্কে বির্তকিত বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন। তথ্যসূত্র: Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.