আমাদের কথা খুঁজে নিন

   

কোম্পানীগঞ্জে কুখ্যাত ভুমিদস্যু নথি আনোয়ার গ্রেপ্তার



নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা তথা জেলার চরাঞ্চলের কুখ্যাত ভূমিদস্যু, প্রতারক ও জালিয়াত চক্রের হোতা আনোয়ার হোসেন প্রকাশ নথি আনোয়ারকে (৬৫) বুধবার রাতে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে থানায় কয়েকটি ওয়ারেন্টসহ ১০টির অধিক নিয়মিত মামলা রয়েছে। বুধবার গভীর রাতে এসআই গিয়াস উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নথি আনোয়ারের রামপুরের বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে। এরআগে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ইউএনও ছাড়াও উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় তাকে গ্রেপ্তারের জন্য পুলিশকে কঠোর নির্দেশ দেয়া হয়। জানাগেছে, নথি আনোয়ার শত শত ভুয়া নথি সৃজন করে প্রকৃত ভুমিহীনদেরকে তাদের মালিকানা থেকে উচ্ছেদ করে। তার বিরুদ্ধে জাল দলিল, জাল ষ্ট্যাম্প, জাল খতিয়ান, জাল পর্চা এবং স্বাক্ষর ও সীল মোহর জালিয়াতির অসংখ্য অভিযোগ আছে। অন্যদিকে তার রোষানলে পড়ে অসংখ্য ভূমিহীন পরিবার আজ নিঃস্ব হয়ে গেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.