আমাদের কথা খুঁজে নিন

   

কোম্পানীগঞ্জে স্বর্ণের দোকানে ফের দুর্ধর্ষ ডাকাতি

mojnu@noakhaliweb.com.bd

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা ভবনের মাত্র এক'শ গজ দুরে বসুরহাট বাজারের প্রধান সড়কের ভাই ভাই জুয়েলার্সে শুক্রবার রাতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এতে ডাকাতরা দোকনের দেয়াল ভেঙ্গে লোহার সিন্দুকে রতি ২২০ ভরি স্বর্ণালঙ্কারসহ ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় বসুরহাটের সকল জুয়েলার্স দোকান শনিবার সকাল থেকে বন্ধ রয়েছে। দোকানের মালিক কোম্পানীগঞ্জ থানা জুয়েলার্স সমিতির সভাপতি সিরাজুল ইসলাম জানান, শুক্রাবার দুপুরে বন্ধ করে শনিবার সকালে দোকান খুলে দেখেন লোহার সিন্দুক ও শো-কেইসের গ্লাস ভাঙ্গা। ভিতরে কোনো মালামাল নেই।

তিনি আরও বলেন, সমিতির সভাপতি হওয়ায় নিজের স্বর্ণ ছাড়াও সমিতির স্বর্ণ ও টাকা এবং বাহিরের লোকজনের অনেক মাল তার কাছে জমা ছিলো। ডাকাতরা তার সব কিছু নিয়ে গেছে। তিনি বিষয়টি লিখিতভাবে পুলিশকে অবহিত করেছেন। কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম রমজান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এটি একটি দুর্ধর্ষ চুরির ঘটনা। সিরাজুল ইসলামের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে বসুরহাট পৌরসভা এলাকায় শুক্রবার রাতসহ গত সাতদিন একটানা সারারাত বিদ্যুৎ না থাকায় চুরি ডাকাতি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় বিদ্যুৎ বিভাগ ও পুলিশ প্রশাসনের অবহেলাকে দায়ী করেছে ব্যবসায়ীরা। উল্লেখ্য, গত ১৯ অক্টোবর ২০০৫ তারিখ রাতে একই স্থানে ডাকাতরা হাজী এণ্ড সন্স জুয়েলার্স নামে আরেকটি স্বর্ণের দোকান থেকে ৩২০ ভরি স্বর্ণলঙ্কার ও ১৫ লাখ টাকাসহ লোহার সিন্দুক লুট করে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও করলে পুলিশের নির্বিচারে গুলিতে পাচজন ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হয়। -ইকবাল হোসেন মজনু/সেপ্টেম্বর ৮/


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.