আমাদের কথা খুঁজে নিন

   

সংবিধান: মুদ্রণ ও পুনর্মুদ্রণ ব্যবসায়ীরা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাহস

গেরিলা কথাবার্তা

সংবিধান মুদ্রণ ও পুনর্মুদ্রণ ব্যবসায়ীরা নবনিযুক্ত প্রধান বিচারপতির সাথে সাথে তার অন্য সাহাবীরা সকলেই তৎপর হলেন। সর্বজনাব বিচারপতি গোলাম রব্বানী, উকিল রোকনউদ্দীন মাহমুদ, কামাল হোসেনসহ এতদিন গর্তে লুকিয়ে থাকা সুযোগের আরো প্রচুর উকিল-কোকিলবৃন্দ। ইলেক্ট্রনিক মিডিয়ায় রীতিমত ঝড় তুললেন এবং আইনমন্ত্রী, এমনকি সংসদীয় কমিটির সবাইকে আদালত অবমাননাকারী হিশেবে দুষলেন। এবং সবশেষে 'মাননীয়' আইনমন্ত্রীর ঘোষণা- সংসদীয় কমিটির আগামী বৈঠকেই সংবিধান পুনর্মুদ্রণের সিদ্ধান্ত। বটে, এটি একটি মুদ্রণ ব্যবসার জিনিশ; মোটামোটি মুদ্রাক্ষরিক বিষয়াশয়।

অবশ্যই সেরকমই হয়ে আসছিল, এটি একটি মুদ্রণ ব্যবসার রসদ ছাড়া আর কিছু ছিল না- জনগণের অধিকার রক্ষায় এর ভূমিকা ঠুটো জগন্নাথই ছিল, সেই বাহাত্তর থেকে এখনতক। এমনকি এটির মুসাবেদাকারীগণও যে এই ব্যবসায় বড় অঙ্কের টুপাইস কামায়নি, তাও হলফ করে বলা যায় না। আইনমন্ত্রণালয়ও এটি বিক্রি করে ভাল অর্থকড়ি কামায়- বটতলার আইনকাম মুদ্রণব্যবসায়ীরাতো বটেই। তবে একটি অন্য ভাবনা এলো। এই মুদ্রণব্যবসায়ীগণ এতদিন কোথায় ছিলেন? বহুত তো জল গড়াল, হঠাৎই কেন পরিবর্তন বাদ দিয়ে সরাসরি মুদ্রণের কথা মাথায় এলো তাদের? এক-এগারর সেই কুশিলবরা কি আবার সক্রিয় হয়ে উঠছে- ভীন্ন কোন উদ্দেশ্যে? এরা এতদিন গর্তে লুকিয়েছিল কেন? শেখ হাসিনার আমলে কি আর একটি এক এগার হতে যাচ্ছে- যা অবশেষে তাকেও পরাজিত করতে চায়? শেখ হাসিনা কি একটু ভেবে দেখবেন? স্বরাষ্ট্রমন্ত্রীর সাহস স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাহসী বটেন।

বলেছেন, তিনি এবং তার আওয়ামীলীগ সরকার তালেবানদের হুমকি ভয় পান না। এই ভূখণ্ডের মানুষের সাম্রাজ্যবাদ বিরোধী অবস্থানের প্রতিপক্ষে দাঁড়িয়ে জর্জ ডব্লিউ বুশের এই উদ্ধত ভাষা নিজের মুখের বুলিতে এনে বিশ্বসাম্রাজ্যবাদের হয়ে দালালি এবং যুদ্ধে নিজের সরকারের নাম যে খোলামেলা তরিকায় লেখালেন- তাতে তারে সাহসীই বলতে হয়। তবে, তিনি কি জনগণকে কাপুরুষ ঠাওরেছেন? কয়েকটি পুরনো বরাত: সংবিধান পুনর্মুদ্রণ ও অন্যান্য বিষয়ে একটি গবেট নোট: প্রধানমন্ত্রীর প্রতি আইনের শাসনের তামাশা ও বাকশাল ‘দর্শনের’ জের পঞ্চম সংশোধনী ভাবনা বাংলাদেশের 'উত্তর-ঔপনিবেশিক' বিচারকবৃন্দ: ব্লাক স্কিন, হোয়াইট মাস্কস

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.