আমাদের কথা খুঁজে নিন

   

মৃত্যুর ওপারে



একটা সময় আসবে সেটা আজ অথবা কাল ঘুমের মধ্যে আমরা তখন হারিয়ে যাব একটা প্রাণহীন, স্বপ্নহীনতায় যা ভ্রান্তির ডানায় ভর করে শেষ শয্যার কাছে মৃদু বাতাস দিতে থাকবে । প্রাণপ্রদীপ তখন নিভু নিভু করতে থাকবে ডিম লাইটের মৃদু আলোর মতো । তখন কে তোমাকে জাগিয়ে তুলবে? তেমার কোন সুহৃদ্‌,কোন বন্ধু কি তোমাকে টেনে তুলবে বা কোন সুন্দরী এলোকেশি রমণী আসবে কি..? সেই সময়ের জন্য বলবে জেগে উঠ । তখন নীরবতা তোমাকে নিয়ে যাবে এক গভীর নির্জনতায় মাঝ রাতের সেই নীরব নিসর্গ অন্ধকারের মাঝে তুমি অবগাহন করতে থাকবে ... কান্না ,আবেগ , অনুভূতি তোমার মাঝে ধরা দেবে না। ভালবাসা তখন মহত্তম শক্তি নিয়ে আসবে যদিও তা ক্ষণিকের ...।

এটা তখন নিবিড় ভাবে দেখতে থাকবে মনে থাকা অতীতের সুখ,দুঃখ, বেদনা... যদিও বেদনা তখন নিবিড় ভাবে হাসতে থাকে শুকনো অতীতের কাছে। তখন সুখ বেদনা আনন্দ অনুভূতি গুলো জড়ো হতে থাকবে আপন দৃশ্যপটে । আত্মা তখন এড়িয়ে যেতে চাইবে মৃত্যুকে... পেতে চাইবে মুক্ত বায়ু কারণ প্রিয়জনের কান্না তখন বাচাঁর শক্তি জাগ্রত করবে। । তুমি উঠে আসবে বিশ্বাস অবিশ্বাসের ঊর্ধ্বে..............।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.