আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বাসীদের চেয়ে ধর্ম সম্পর্কে বেশি জানেন নাস্তিক এবং অবিশ্বাসীরা



বিশ্বের প্রধান ধর্মগুলোর নেতৃস্থানীয় ব্যক্তিত্ব এবং নাস্তিক ও অবিশ্বাসীদের জিজ্ঞাসা করা হয়েছিল বিভিন্ন ধর্মের মতবাদ ও ইতিহাস নিয়ে৷ সেখানে দেখা গেছে, নাস্তিক এবং অবিশ্বাসীরা এবিষয়ে বেশি খবর রাখেন৷ সেই সঙ্গে ইহুদি এবং মর্মনরাও অনেক বেশি ওয়াকিবহাল৷ সমীক্ষাটি চালিয়েছে, ‘পিউ ফোরাম অন রিলিজিয়ন অ্যান্ড পাবলিক লাইফ'৷ সমীক্ষায় দেখা গেছে, অ্যামেরিকান প্রোটেস্ট্যান্টরা ধর্ম সম্পর্কে অনেক কম জানেন৷ দেখা গেছে, অর্ধেকেরও কম অর্থাৎ মাত্র ৪৭ শতাংশ অ্যামেরিকান জানেন, যে দলাই লামা বৌদ্ধ ধর্মাবলম্বী! এবং চারজনের মধ্যে একজন – অর্থাৎ শতকরা ২৭ ভাগ অ্যামেরিকান জানেন না যে, ইন্দোনেশিয়ার বেশিরভাগ মানুষই মুসলমান৷ বাস্তবের মধ্যে অনেক ফারাক রয়েছে৷ সমীক্ষায় আরো দেখা গেছে, যে খ্রিষ্টানদের পবিত্র ধর্মগ্রন্থ অনুযায়ী যিশুখ্রিষ্টের জন্ম যে বেথলেহেমে, দশ জনের মধ্যে মাত্র সাত জন, অর্থাৎ শতকরা ৭১ জন তা জানেন৷ বাইবেলের প্রথম গ্রন্থ সৃষ্টিতত্ত্ব বা জেনেসিস-এর নাম সঠিকভাবে বলতে পেরেছেন দশ জনের মধ্যে মাত্র ৬ জন৷ সমীক্ষায় শতকরা ২০.৯ ভাগ সঠিক উত্তর দিয়েছেন, যারা সবাই নাস্তিক এবং অবিশ্বাসী৷ অন্যদিকে ইহুদি এবং মর্মনরা শতকরা ২০. ৫ ভাগের কাছাকাছি এবং ২০.৩ ভাগ সঠিক উত্তর দিয়েছেন৷ কিন্তু প্রোটেস্ট্যান্টরা মাত্র শতকরা ১৬ ভাগ এবং ক্যাথলিকরা মাত্র শতকরা ১৪. ৭ ভাগ সঠিক উত্তর দিয়েছেন৷ dw-world থেকে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.