আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বাসীদের লিখবার অধিকার থাকলে অবিশ্বাসীদের থাকবে না কেন?



গত তিন বছরে আস্তিকতা-নাস্তিকতা নিয়ে যত কামড়াকামড়ি দেখলাম তাতে ঐ তথাকথিত ধর্মবাদীদেরকেই অনেকবেশী উগ্র, অগণতান্ত্রিক আচরণ করতে দেখেছি। অবশ্য এটা শুধু ব্লগেই না পৃথিবীর ইতিহাসেই একরকম স্বত:সিদ্ধ। বেশী ক্যাচালে যাবো না। সোজাসাপ্টা কথা হচ্ছে বাংলাদেশ যেহেতু এখনো পর্যন্ত ইসলামী প্রজাতন্ত্র না, সেহেতু বাংলাদেশে হোস্টেড যে কোন সাইটে ধর্ম-পরকাল এবং আরো যত বালের মাথা আছে তাকে অস্বীকারকারী এবং অবিশ্বাসীরা, ঐ সমস্ত বিষয়ে বিশ্বাসীদের সমান মতপ্রকাশের অধিকার ধারণ করেন। একজন মুসলমানের কাছে ইসলাম, একজন হিন্দুর কাছে সনাতন ধর্ম বা একজন খ্রীষ্টানের কাছে খ্রীষ্টধর্ম অন্যধর্ম থেকে আলাদা হতে পারে।

কিন্তু আইন-আদালতের দৃষ্টিতে, যতক্ষণ পর্যন্ত ঐ সুনির্দিষ্ট রাষ্ট্রটি "ধর্মরাষ্ট্র" বলে ঘোষিত হচ্ছে, কোন নির্দিষ্ট ধর্মমতের বৃহত্তর মূল্যায়ণ হওয়া সম্ভব না। যখনই সেরকম কিছু হয় তখনই সেই রাষ্ট্রের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ আসে। সদ্যবাতিলকৃত ৫ম সংশোধনী আর যাই হোক বাংলাদেশকে ইসলামী প্রজাতন্ত্র বলে ঘোষনা করে নি। সুতরাং বাংলাদেশ এখনো কার্যত একটি ধর্ম নিরপেক্ষ গণপ্রজাতন্ত্র। এই প্রজাতন্ত্র একজন মুসলমান, হিন্দু, বৌদ্ধ বা খ্রীষ্টানের সমান অধিকার, একজন নাস্তিকের জন্য নিশ্চিত করে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.