আমাদের কথা খুঁজে নিন

   

কাঁদতে মানা হাসতে মানা প্রচার করাও মানা

আমি শিক্ষকতা ও সাংবাদিকতা পেশায় নিয়োজিত

পাবনার ডিসি এসপি ও ইউএনও সাহেব কাজটি ভাল করেননি। কারন তারা প্রজাতন্ত্রের কর্মচারী। প্রজারাতো দাবী আব্দার করতেই পারেন। এমনকি আব্দার করলে অপারগ হলে প্রজারা সংুব্দ হয়ে একটু মশকরা করতে পারেন। মতাসীন দলের প্রজা হলেতো ডিসি এসপিকে অসহিঞ্চু হলে চলবে কেন? যাহাই হউক প্রজা এবং প্রজাতন্ত্রের কর্মচারীর মধ্যে কিছু হলে একান্ত ঘরানার ব্যাপার।

তাতে সাংবাদিক সাহেবদের দরদী হয়ে প্রচার মাধ্যমে প্রকাশ করা ঠিক করেননি। কারন সোনার ছেলেরা একটু আধটু ঘেষাঘেষিতো হবেই। প্রশাসন কেন আবার কাঁদতে গেলেন। কারন অঘোষিত আইন আছে কাঁদতে মানা হাসতে মানা প্রচার করাও মানা। বেশী সাহস ভালনা।

দেখলেননা ইডেন কলেজে চুলাচুলি। এই চুলাচুলির দৃশ্য প্রচার মাধ্যমে প্রকাশ করে নারীর অধিকার ভুলুন্ঠিত করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.