আমাদের কথা খুঁজে নিন

   

ইউরোপে আল-কায়েদার সম্ভাব্য হামলার পরিকল্পনা ফাঁস

জীবন টাকে অন্য চোখে দেখতে চাই

ইউরোপের কয়েকটি দেশে আল-কায়েদার বড় ধরনের সম্ভাব্য হামলার পরিকল্পনা উদঘাটন করেছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য মতে, আল-কায়েদা ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির বিভিন্ন শহরে কমান্ডো কায়দায় হামলার ষড়যন্ত্র করছিল। খবর বিবিসি অনলাইনের। গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, আল-কায়েদা ২০০৮ সালে ভারতের মুম্বাই হামলার মতো করে পশ্চিমা নাগরিকদের জিম্মি ও হত্যার পরিকল্পনা নিয়েছিল। পরিকল্পনাটি প্রাথমিক অবস্থায় ছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ব্রিটেনে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। এমনকি সেখানে বাড়তি সতর্কতামূলক কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি। ব্রিটেনের কর্মকর্তারা বলেছেন, আপাতত নিরাপত্তাসংক্রান্ত সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা তাঁদের নেই। তবে ফ্রান্স ও জার্মানিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.