আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রীর এক হাতে তালি তত্ত্ব এবং আমরা ম্যাঙ্গো পাবলিক!

ইমানের পরীক্ষা হয় সংকট কালে। ইমানের পরীক্ষা দিতে প্রস্তুত থাকুন।

এবার প্রধানমন্ত্রী হাতে তালি বাজানোর সেই পুরাতন তত্ত্ব সবার জন্য উপস্থাপন করেছেন। দেশের বাইরে সুদুর আমেরিকায় বসে এটা উপস্থাপন করা হয়েছে। ইহাতে পথ ভ্রষ্টদিগের জন্য রাহিয়াছে সুস্পষ্ট নির্দেশনা! আসুন, প্রথম আলোর অনলাইন সংস্করণ থেকে কিছু শেয়ার করি।

পাবনায় জেলা প্রশাসনে তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষার দুটি কেন্দ্রে হামলা, ভাঙচুর এবং প্রশাসনের কর্মকর্তা ও পরীক্ষার্থীদের লাঞ্ছিত করার ঘটনা সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক হাতে তো তালি বাজে না। ঘটনার তদন্ত চলছে। যাঁরা দায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিউইয়র্কে স্থানীয় বাংলা সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রথম আলোর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। স্থানীয় সময় গতকাল সোমবার রাতে জাতিসংঘে বাংলাদেশের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এবং জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম এ মোমেন। যাঁরা বাংলাদেশের নাগরিকত্ব বিসর্জন দিয়ে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন, দেশের আইন অনুযায়ী তাঁদের ভোটাধিকার পাওয়ার সুযোগ নেই। তবে এখন থেকে অন্য প্রবাসীরা বাংলাদেশে ভোটার হতে পারবেন বলে তিনি সংবাদ সম্মেলনে পুনরায় উল্লেখ করেন। কমিউনিটি হেলথ ক্লিনিকে দলীয় লোক নিয়োগ দেওয়া সম্পর্কে স্বাস্থ্য উপদেষ্টার এর আগে দেওয়া বক্তব্যকে তিনি সমর্থন জানান। তিনি বলেন, গত বিএনপি সরকার লুটপাট করে ১৮ হাজার হেলথ ক্লিনিকের প্রকল্প ধ্বংস করে দিয়েছিল।

যাঁরা প্রকল্প ধ্বংস করেছে, তাঁদের হাতে কাজ দেওয়া নিরাপদ নয়। আওয়ামী লীগের লোকজনকে যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। (কৃতজ্ঞতা: প্রথম আলো,তাজা খবর)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.