আমাদের কথা খুঁজে নিন

   

বোলগার পুইট্যার সাথে চ্যাট!৮০+

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

: আসালামু ওয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহে ওয়াবারাকাতুহু ওয়া মাগফেরাতুল জান্নাতু! কাইফা হালুকা! : ওয়ালাইকুম উস সালাম। কেমন আছেন? : খাটে আছি! : হাহা। : আপনে কেমন আছেন? : এইতো। : এখন কি হলে নাকি বাড়িতে? : আন্টির বাসায়।

: আন্টিরে বইলেন একখান ফটকা পুলা তারে সালাম দিছে আর বাদ আসর তার দোয়াপ্রার্থী। এতো কইতে পারুম না! : কেন আন্টি কি নামাজ পড়ে না? : উফফ, আপনি কি নরমাল ভাবে কথা বলতে পারেন না? : কন কি ভাই, আমি এবনরমাল মানুষ নরমাল কথা কই কেমনে? চোররে ধইরা বাইন্ধা পিটাইলেও কুনো দিন স্ট্রিং থিওরীর উপর বক্তৃতা দিতে পারবো না! : কি বললেন? : জ্বী বস, একখান গুরুত্বপূর্ন কথা জিজ্ঞেস করনের আছিলো। : কি কথা? : যদি হাতে সময় থাকে আর শুননের মুড থাকে। : দুইটাই আছে! : জ্বি আমি একখান মহা পরিকল্পনা হাতে নিছি। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আপনার সাথে কথা বলা অতীব জরুরী।

আপনে কি আবার মনে করা শুরু করলেন নাকি আমি আপনার লগে লাইন মারতাছি অথবা ইনটু লইটাছি? : আরে না, আমি সেটা ভাববো কেন? : হ, যদি লাইন মারতাম তাইলে ফিজিক্স দিয়াই শুরু করতাম, মাগার আপনের লগে আমি লাইন মারুম না। আপনার লগে আমার বিশাল একখান প্লান আছে, তার আগে আপনের কিছু প্রশ্নের উট্তর দিতে হইবো? : টার আগে বলেন আপনের প্লানটা কি? : আগে এনসার দেন। আপনে কি হলে থাকেন? : হ্যা। : লেডিস হলে নাকি বয়েস হলে? : কি আশ্চর্য কথা, আমি মেয়ে মানুষ, বয়েস হলে কি করবো? : হ তাইতো! যাই হোউক, আপনে কি ডাইনিং এ খান নাকি হলের কারেন্ট চুরি কইরা হীটার চালান? : ডাইনিং এ মাঝে মাঝে খাই, আর না হলে বাইরে। : আপনাদের হলে খাওনের রেট কতো? পার মিল।

: ১৪ টাকা মনে হয়! : মাশাল্লাহ, খাওনের মান কেমুন? : মোটেও ভালো না। কিন্তু কোনো কিছুই করার নাই! : বাকির খাতা কেমুন লেখে সবাই? পেমেন্ট ঠিক মতো দেয়? : তা দেয়। বাকি অনেকেই খায় তবে সাথে সাথে দিয়ে দেয়। দেরীতে দিলে আবার ফাইন হয়। তাই সবাই খাতা ক্লিয়ার রাখে! ওয়াও, এ দেখি স্বর্গ! কি তমসা।

কেমুন সংখ্যাক পোলাপান খায়? : এখানে গুড নিউজের কি হলো? মোটামোটি খায়। : আচ্ছা ঐটা আমি প্লান কইলেই বুঝবেন। আগে কন এই নিয়মগুলান কি পোলাগো হলেও চলে নাকি খালি মাইয়াগো হলে? : ওদের হলে সব ওদের মতো। ওরা এসব কেয়ার করে না। : কন কি! এইডা টো ব্যাড নিউজ! : আপনের গুড নিউজ ব্যাড নিউজ কিছু বুঝতে পারছি না।

আপনার প্লানটা কি? : আমার প্লান হইলো এমুন একখান আকাইম্মা সাবজেক০টে পড়তাছি যে পশ করতে মনে হয় ১.৫ বছর লাগবো। দেশে তো কেউ আইসি তেো দূরে থাক একখান সার্কিটবোর্ড বানায় না। তো চাকরি বাকরি না পাইয়া ভাবছিলাম ডিইউ বুয়েট ইডেনে ম্যাস ম্যানেকজারের লগে ইন্টু কইরা খাওনের াসপ্লাইয়ার হমু। পুলাপানরে ৮ টাকা খাওয়াইয়া ৬ টাাক পকেটে ভরুম। মাগার পোলাগো হলে যেই রাম রাজত্ব পরে দেখা গেলো বাকির খাতা খুলনের লিগা আমার দোকানদারে কাছ থিকা বাকিতে খাতা নিতে হইতাছে! আল্লাহ আপনার গুনাহ মাফ করুন।

হায় আল্লাহ, আপনে এইসনব কি চিন্তা করেন? : মামা, সুখে আছেন টের পান না, সার্কিট ডিজাইন পইড়া মনে হইতাছে জীবনে বড় বড় ভুল গুলানের মধ্যে এি ভুলটা নিজের পায়ে বুলডোজার মারনের মতো ভুল! এইসবন হাবি জাবি কথা ভাববেন না। আশাবাদী হোন! : তার আগে একখান কথা কন, অপি করিমরে চেনেন? উনি তো আপনেগো ডিপার্টমেন্টের? : এমনি চেহারা চিনি, কিন্তু সে আমাকে চেনে না, তার ফোন নম্বরও আমার কাছে নাই! : আপনের কাছে ফোন নম্বর চাইছে কেডা? আগে কন তার নাকি বিয়া ভাইঙ্গা গেছে, কথাডা সতয়? : আমি তার ব্যাপারে কিছুই জানি না। তাকে নিয়ে ইন্টারেস্ট কেন আপনের? : সে ইন্টার কুন ব্যাচ? ৯৮ এর জনিয়র না সিনিয়র? : এইটাও আমি জানি না!কেন বলুন তো? : না ভাবছিলাম বয়স যেমনে বাড়তাছে আমার বেঐনেই কওন শুরু করছে আমি নাকি বুড়া হইয়া জাদুহগরের ডাইনোসর হইয়া গেছি। তাই ভাবতাছি এই টাইমে কোনো মাইয়া পাওয়া তো দূরের কথা মাইয়া বাপেরা তাগো মাইয়া দেখনের এপয়েন্টম্যান্ট দিবো কিনা সন্দেহ! : কি সব যাতা বলছেন। আগে পাশ করেন তারপর দেশে এসে সুন্দর মেয়ে দেখে বিয়ে করেন।

আপনার কপালে ভালো মেয়েই আছে! : জ্যোতিষ হইলেন নাকি? : অনেক আগেই! : তাইলে কন তো দেশে আসলে বাপে আমারে জতা মারবো নাকি জেলে দিবো? : কেন বলুনতো? : না তারে যখনই ফোন দেই সে তখনই কয় ঐ খানে কি করতাছি, কার লগে কি করতাছি টাকা পয়সা দিয়া কি কুনো কুকাম করতাছি কিনা, এমুন ভাবে জিগায় যে তার খালি টাকশালের ব্যাংকে আমি ডাকাতি কইরা ফেরার হইছি! : এসব নিয়ে ভাববেন না, দেখবেন দেশে গেলে আপনাকে সে কিূই বলবে না। : আমার বাপেরে চিনলে এমুন কতাহ কইতেন না। মাইনষের পোলা দেশে গেলে বিয়াশাদি করায় কত আদর যত্ন করে, আর আমার বাপ পুলিশ খোজে আমারে ধরনের লিগা! : আপনি মিছেই ভাবছেন, কিছুই হবে না। : দেখা যাক দেশে আইলেই বুঝবার পারুম আপনে ১ নম্বর জ্যোতইষ নাকি ৪২০ নম্বর জ্যোতিষ! তয় আপনেরা জিনিয়াস মানুষ, চাকরি বাকরি চাইলে ফিরাইয়া দেবেন না! : জিনিয়াস না ছাই। আমি হইলাম কলন্ক।

: আপনে বুয়েটের কলন্ক হইলে আমি তো কয়লা, তাইও আবার কালা কয়লা!আমি সারাজীবন ফেল করনের পিলার গাইরা সফলতার স হিত বিফলতা অর্জন কইরা লাস্টে ৬৫ জনের মধ্যে ৫৮ তম হইলাম। : আরে বুয়েট হলো বাংলাদেশের কলন্ক, আর আমি হলাম বুয়েটের কলন্ক- : তাইনি? বুয়েট বাংলাদেশের কলন্ক হইলে চুয়েট রুয়েট কুয়েট সব হইলো বড় পুকুরিয়ার কয়লা! : আপনেরা সব আগে থেকেই নিজেদের কে সরিয়ে রাখেন কেন? : কি করুম কন, অন্যকেউ কাঠাল ভাঙ্গনের আগে নিজেই কাঠাল ভাঙ্গি। ফলে অন্যের হাতের কাঠাল ভাঙ্গনের চান্স অনেক কইমা যায়! : উফফ! : কেডা মারলো? এর পর তার আর সাউন্ড নাই। বাংলাদেশ টাইম রাইত ৩ টার সময় এই চ্যাট চলছিলো। এই বোলগার কইছে হের নাম কইলে আমার বদনাম করবো।

ভাবলাম এই বুড়া বয়সে দাদার দেয়া নামখানই অবশিষ্ট আছে আর সবকিছুই দাদা জানের মতো দুনিয়া ছাড়ছে। কি দরকার নিজের নাম খানরে বদনাম করনে! #ঈষৎ পরিমার্জিত!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।