আমি নতুন ব্লগার, এটাই আমার প্রথম লেখা। ঘটনাটি রমজান মাসের ১৬ ই আগস্ট। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি আবেদন ফর্ম জমা দেওয়ার জন্য ঢাকা গিয়েছিলাম। ঐ দিনই ছিল আবেদনের শেষ সময়, পথে যানজটে আটকা পড়লাম। বাস কাকরাইল মোড়ে থেমে রইল, উপায়ান্তর না দেখে বাস থেকে নেমে হেটেই সামনে এগোতে থাকলাম।
জিপিও মোড়ে যাওয়ার পরপরই নামল অঝোর ধারায় বৃষ্টি, কোনরকমে এক জায়গায় আশ্রয় নিলাম। আমার সঙ্গে আমার ভাবী ছিল। উনাকে এক জায়গায় দাড় করিয়ে আমি ট্যাক্সিক্যাব খুজতে লাগলাম, ইতিমধ্যে আমি একেবারে কাক ভেজা হয়ে গেছি। প্রায় ২০ মিনিট বৃষ্টিতে থায় দাড়িয়ে ভিজলাম। একে তো রমজান মাস তার উপর আবার বৃষ্টি সে এক অন্য রকম অনূভূতি।
সত্যি বলতে আমার তখন এত ভাল লাগছিল যে সাময়িক সময়ের জন্য আমি আমার কর্তব্য ভূলে গেলাম। ঢাকাতে সেটাই আমার প্রথম পূর্নাঙ্গ বৃষ্টিতে ভেজা। বৃষ্টি থামার পর হেটেই ফর্ম জমা দিতে গিয়েছিলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।