আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসো

মানুষে মানুষে এত ভেদাভেদ কেন? কেন এত বিভাজন? কেন তারা সব মারমুখী আজ ই কেনইবা এ রণাঙ্গন। কেনই বা আজই শত্রু শত্রু খেলা মানুষে মানুষে প্রেম প্রীতি নাই আছে শুধু অবহেলা । নিজেরে ভাবি মানুষ যদি অন্যেরে ভাবি কি? তারাও মানুষ রক্তে মাংসে কভু কি ভেবেছি? স্রষ্টা যদি রুষ্ট হয়ে পাঠায় মহাসেন তবেই শুধু মানবতা জাগে দুঃখ মনে কেন্ ? মানবেরে সৃজিছে শ্রেষ্ঠ করে স্রষ্টা সে সুমহান মানুষের দল ভালবাস তাই মানবেরে সপে দিয়ে মন প্রাণ। মানুষে মানুষে ভালবাসা চাই বন্ধুত্ব চাই সম্পর্ক চাই ,চাই সুখের নীড় মানব জনম তবেই ধন্য স্বার্থক যুধীষ্ঠির । হানাহানি আর যুদ্ধ খেলায় জিতে না কোন জন, মানব মৃত্যু মানব হত ডেকে আনে যেন বিভীষিকা প্রলয় ক্ষণ । শুন এ আহবান; মানুষ হয়ে মানুষেরে বেসে ভাল হও পূণ্যবান। তাই বলি ভালবসো শুধু ভালবাসো সপে দিয়ে মন প্রাণ মানুষে মানুষে বিভেদ মিটিয়ে গেয়ে ওঠ ঐক্য তান। ------------------------------------ উৎসর্গ-সামুর সকল ব্লগার ও সুহৃদ সানিয়া আক্তার ছবি- নেট  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।