আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসো সখি

না মৌখিক সিকৃতি না কাগুজে, নাই বা থাকলো দির্ঘ প্রতিক্ষা। তবুও কিভাবে থেকে গেলো ভালবাসা? প্রাপ্তী অথবা অপ্রাপ্তী চুলোয় যাক। আশিষ ও আহবানের হৃদ নিংড়ানো অব্যাক্ততা। এ যে ভালবাসা! যখন খুশি আসা যাওয়া চলে। ভেঙ্গে চুরে নতুন রুপ দেওয়া।

এভাবেই অগ্রগামী ভালবাসা! বুভূক্ষের অনসন বিনির্মাণে ক্রন্দসী। ... বিলুপ্ত ছায়া উদ্দান আর বরশা। অব্যক্ত ভালবাসা! ট্যালিপ্যাথি চমৎকৃত! অন্তমিলের অন্তরালে। আরে ফুৎকারে বিলীন হতাশা। এবং একরাশ ভালবাসা! সৃষ্টির মহা রহস্যের বেড়াজাল।

সম্পর্কের আদী অন্তে বুনন দৃহতা। যুগে যুগে অকৃত্রিম ভালবাসা! বিভিন্নতার ভিন্নতা ঘোঁচাতে। মৌনতায় মুগ্ধ! পলকহীন নিরাবতা। অবিনশ্বর ভালবাসা! কোনটা চাই তোমার? নিয়ে নাও তুলে;ভুলে ভরা জীবন ভুলে থাকো। ময়ুর পঙ্খি নায়ে জলে ভাসো! ভালবাসো সখি ভালবাসো।

মিথ্যেই সই। ভালবাসো। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।