আমাদের কথা খুঁজে নিন

   

আমি চিরকাল একটি পবিত্র হাতের ছোঁয়া পেতে দাঁড়কাক হয়ে বসে থাকি।

শাফিক আফতাব-------- তুমি সঙ্গী হতে চাও, পারবেনা, পুড়ে যাবে, মনের গহনের বেদনা বুঝতে চাও, এসো, ডুবে যাবে, আমি তো জন্মদুখী এক, আমার কড়া ঝাঁঝে আর উৎকট গায়ের গন্ধে কোনো পেলব মেয়ে মানুষ কাছাকাছি ভেড়েনি চোখ তুলে হালকা বাংলাভাষায় বলেনি একটি সরল বাক্য, ছোট্ট একটি গোলাপও কিনেনি শাহবাগের দোকানিদের নিকট কত উৎসব যায়, একটা লুঙ্গি বা গামছা, কিংবা কমদামী একটি খদ্দরের পাঞ্জাবী কেউ দেয়নি আমাকে, অথছ কতকাল আমি দুটো শিশির ভেজা শব্দের জন্য বসে আছি একটা সাদামাটা বাক্যের জন্য বসে আছি একগ্লাস শরবত কিংবা এককাপ গরম কফির জন্য বসে আছি ; খাম ধরে বসে থাকা এই আমার কাছে কেউ আসলো না, মুখে তুলে দিলোনা নব্বানের দুমুঠো ভাত, বৈশাখের নতুন জলের গভবর্তী মাছের ডিমের ভূণা আর চিকণ চালের একপ্লেট ভাত কেউ খাওয়ালো না আমাকে। আমি চিরকাল বসে থাকি, দুফোটা শিশিরের জন্য আমি চিরকাল কেঁেদ মরি এক চুমুক ভালোবাসার জন্য আমি চিরকাল একটি পবিত্র হাতের ছোঁয়া পেতে দাঁড়কাক হয়ে বসে থাকি। তবু কেউ আসলো না, কেউ আসলো না........... নিসর্গ : ঢাকা ১৪.০৫.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.