আমাদের কথা খুঁজে নিন

   

অব্যক্ত

তুমি জেনেছিলে মানুষে মানুষে হাত ছুঁয়ে বলে বন্ধু; তুমি জেনেছিলে মানুষে মানুষে মুখোমুখি এসে দাঁড়ায়, হাসি বিনিময় করে চলে যায় উত্তরে দক্ষিণে; তুমি যেই এসে দাঁড়ালে - কেউ চিনলো না, কেউ দেখলো না; সবাই সবার অচেনা।

চাঁদের আলোর স্নিগ্ধতা, পোড়া মনে প্রাণ আনে না ... বন্ধুত্বের কোলাহল, শুষ্ক প্রাণে ভাটা ফেলে না ... কিছুক্ষণের মধুর কথা, বাস্তবতা শিশিরে ভেজায় না ... অঝোর বৃষ্টিধারা, নোনা স্বপ্ন মধুর করে না ... ভাবনার স্রোত, দুঃস্বপ্নের সমাপ্তি দেখে না ... একটু ভালো থাকা, সম্ভাবনার দুয়ার খোলে না ... একাকীত্বের শীতল পরশ, তোমায় ভোলায় না ... সুদিনের কাকভেজা অপেক্ষা, আমি ছাড়তে পারি না ... মেঘে ঢাকা চাঁদ, মেঘের জয় জয়কার ... কালো মেঘে সূর্য ম্লান, তুমি কোথায় ???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।