আমাদের কথা খুঁজে নিন

   

চন্দ্রগ্রস্ত

অনেকের মাঝেও একা থাকা যায়, নি:সঙ্গতায় কারো অনুভব ছুঁয়ে যায় ...

কোজাগরী চাঁদ, কেন পূর্ণ হয়ে ওঠো বার বার? এক পশলা বৃষ্টি শেষে টলটলে আকাশে কি আশায়? কে তাকায়? তোমাকে দেখে তোমাকে দেখায় কোন সে জোড়া চোখ? তোমাকে চেনে তোমাকে চেনায় কোন সে গাঢ় শোক? কোজাগরী চাঁদ, বুকেতে তোমার কার মুখশ্রীর ছাপ মেঘের আড়ে ঢাকা পড়ে লজ্জায়। নীল বেদনায়। প্রেমিক মন এখনও কি তোমাকে দেখে প্রেমিকার চোখে? কোজাগরী চাঁদ, কি জ্বল জ্বলে আগুন তোমার বুকে! কমলাটে। হলদেটে। পোড়াবে কাকে? জানোই যখন পুড়বে নিজে! গলে গলে ঝড়ে যাবে অপার নিঃসঙ্গতায় মুগ্ধ হবে কোনো কবি সেই জোছনায় সাদা খাতার শরীর জুড়ে আরো একটা টাটকা কাব্য উঠবে ভরে কে ভাঁজবে সুর? হৃদ মাঝারে উঁকি দেয়ার দায় পড়লো কার! কোজাগরী চাঁদ, কেন ক্ষয়ে ক্ষয়ে যাও তিথিতে তিথিতে? কি অভিমানে গুটিসুঁটি থাকা? ছলনা শেখোনি এখনও বোকা! কবি থাকুক দূরেই ইচ্ছে হলে আসবে কাছে নয়তো যাবে সরেই সেই নীল জলে বিষম ভরা কাটাল কবিও বোঝেনি বোঝেনি প্রেমিক তোমার স্মৃতি কার হৃদয়ে খোঁজো আজও। কোজাগরী চাঁদ, কোনো কবি জানেনি এখনও তুমি কাশ-রেণুতে প্রহর গোনো; প্রতীক্ষার। ফেরার। ...সম্পূর্নতায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।