আমাদের কথা খুঁজে নিন

   

চন্দ্রগ্রস্ত

গোধুলীর শেষ বেলায় যখন সূর্যের রক্তিম লাল আভা মিলিয়ে যায় পাখিরা সব নীড়ে ফেরে চন্দ্রগ্রস্ত হতে থাকে ধরণী অরণ্য নগর লোকালয় সমুদ্র তুমি আমি দখিনা হাওয়ায় মন ছুটে যায় কামিনি ফুল ফোঁটে প্রেম কাননে কালো ভ্রমর যেমন ফুলে মধু আহরণে দূরন্ত অশ্ব টগবগিয়ে ছুটে বাগান বিলাস আর হাসনাহেনা ফোঁটে রজনীগন্ধ্যা গন্ধ বেলায় তাতে আমার মনের মাঝে সাঁঝ প্রভাতে। সুসজ্জিত ফুলশয্যা ব্যস্ত যখন প্রাসাদ সঙ্গমে প্রণয় খেলায় মত্ত প্রেম শিহরণে চাঁদের রৃপালী আলোয় উদ্ভাসিত সবুজ শস্যভূমি জ্যোৎস্নাভরা আকাশে ঝিঁ ঝিঁ পোকার ডাকে মুখরিত চারিদিক এমন মায়াভরা রাতে আমার অন্তরে বাহিরে হৃদয় জুড়ে থাক তুমি। শুধু তুমি।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।