আমাদের কথা খুঁজে নিন

   

চন্দ্রগ্রস্ত - কবিতা অথবা মধ্যবিত্ত বৃত্ত ভাঙার সাধনা

গুম হবার আগে দেশটাকে বদলে ছাড়বো ইনশাআল্লাহ!

ইদানিং জোছনা হলেই পাঁজরটা দোর খোলে
পাট করে রাখা জমাট বিষণ্ণতা ভাঁজ খুলে ফুল ফুল কাটে

বৃত্তবন্দী মধ্যবিত্ত জানালায় চেয়ে চকিতে দীর্ঘশ্বাস ফেলে
একসময় কবিতা লিখতো
ফিজিক্স খাতার পেছনে চাঁদ ডুবে গেছে বহুদিন হলো

গাঁজায় দম দিয়ে দুঃখবিলাস করে যুবক
ফিনফিনে আলোয় রুপকথা বোনে
ভালোবাসা তার মেঘ হয়ে গেছে সাদা সাদা

ফুটপাতে ঘুমপথে ক্লান্ত টোকাই
শিয়রে চাঁদবুড়ি অবাক আনমনা
চরকায় মমতা জড়ানো আলগোছে

তুমি আমি নীল সাদা ঘরে মুখোমুখি
সহস্র জন্মের হাহাকার জোছনায় ফেনিল।


**মধ্যবিত্ত বৃত্তবন্দী জীবনে রাত করে স্বপ্নগুলো ভীষণ একেলা হয়ে যায়।
বৃত্ত ভাঙার সাধনা করছি। কবিতা কবিতা খেলা তারই অংশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।