আমাদের কথা খুঁজে নিন

   

ব্রাউজারের পাসওয়ার্ড, বুকমার্কের ব্যাকআপ নিন



আমরা এত যায়গায় রেজিষ্টেশন করি যে তার ইউজার নেম এবং পাসওয়ার্ড মনে রাখতে অবস্থা খারাপ হয়ে যায়। অনেকে বলতে পারেন একই পাসওয়ার্ড ইউজার নেম ব্যাবহার করি, কিন্তু তাহলেও কতবার পাসওয়ার্ড লিখতে হবে। আর নিরাপত্তার জন্য পাসওয়ার্ড একই রাখা ঠিক নয়। যখন উইন্ডোজ বা ব্রাউজার নতুন করে সেটআপ করা হয় তাদের তো অবস্থা খারাপ। তো আমিও এই সমস্যায় অনেক ভুগেছি এখন এর সমাধান পেয়ে গেছি।

যারা যানেন না তাদের জানানোর উদ্দ্যেশেই আজকের পোষ্ট। যাই হোক প্রথমে সফটওয়ারটার চেহারা দেখি, Click This Link পছন্দ হ্ইছে? ধরলাম হইছে। Supported Browsers * Internet Explorer * Firefox * Opera * Safari * Google Chrome * Flock কিভাবে ব্যাকআপ নিবেন? কোন সমস্যা নাই এটা পোর্টেবল সফটওয়ার ইনষ্টলের ঝামেলা মুক্ত। সফটওয়ারটি সোজা চালু করুন, ব্যাকআপ ট্যাবে ক্লিক করুন, আপনার যে ব্রাউজারটির ব্যাকআপ নিতে চান সেটিতে ক্লিক করুন এবং লোকেশন সিলেক্ট করে দিয়ে ব্যাকআপ নিয়ে ফাইলটি বোতলে (সেফ প্লেস) সংরক্ষন করুন। ব্যাকআপ করার পর রিস্ট্রোর করার জন্য একই ভাবে রিস্ট্রোর ট্যাবে ক্লিক করে................ ডাউনলোড করতে এখানে যান কোন প্রকার ভূল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।

ধন্যবাদ সবাইকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.