আমাদের কথা খুঁজে নিন

   

কাঠমোল্লাদের থাবার শিকার এবার 'বলাকা'; কিন্তু রাতে কেন?

সকল অন্ধকারের হোক অবসান

ফয়সল নোই-এর পোস্ট থেকে জানলাম রাত সাড়ে দশটার দিকে মতিঝিলের বলাকা ভাস্কর্যটিকে ভেঙে ফেলেছে কয়েকশ' মোল্লা। সেখানে পুলিশের সঙ্গে ওদের সংঘর্ষ হচ্ছে। মোল্লারা নাকি এবার শাহবাগে যাচ্ছে, নজরুলের ম্যুরাল ভাঙতে। এই ঘটনা যদি সত্যি হয় তাহলে প্রশ্ন হলো রাতে কেন এই কাপুরুষের মতো হামলা? সাহস থাকলে আসতো দিনে দুপুরে। বাংলাদেশের মানুষের মধ্যে ঘুমিয়ে থাকা একাত্তুর আবার জেগে উঠত নিশ্চিত। যুদ্ধাপরাধী, ধর্মান্ধ এইসব মোল্লাদের উচিৎ শিক্ষা দিয়ে দিত সাধারণ মানুষ। ধর্মের দোহাই দেন আপনারা? এই জন্যেই চোরের মতো রাতের অন্ধকারে দেশ ও জাতির ঐতিহ্য বহনকারী চিহ্নকে গুড়িয়ে দিচ্ছেন? কোন ধর্মে আছে এই রকম নির্দেশ? মানুষের সৃষ্টিকে যে সম্মান করতে জানে না, তারা নিজেরা মানুষ কিনা, এই নিয়ে আমাদের সন্দেহ আছে। রাতের অন্ধকারে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো আমাদের মুক্তির প্রতীক সফেদ বলাকাকে যারা রক্তাক্ত করলো তারা যেন দাঁত ভাঙা জবাবের প্রতীক্ষায় থাকে!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।