আমাদের কথা খুঁজে নিন

   

জাতীয় গ্রিডে যোগ হয়েছে বাখরাবাদের ১৫ মিলিয়ন ঘন ফুট গ্যাস

কুমিল্লার বাখরাবাদ গ্যাস ফিল্ডের ৯নং কূপ থেকে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে সরবরাহ শুরু হয়েছে। আজ সোমবার পেট্রো বাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর এ সংযোগ কার্যক্রম উদ্বোধন করেন। ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন শুরু হলেও গ্যাসের চাপ ভালো থাকায় ভবিষ্যতে এই কূপ থেকে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পেট্রো বাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর।

চলতি বছরে ১৯ মে এ কুপের খনন কাজের উদ্বোধন করা হয়। এসময় পেট্রো বাংলার পরিচালক (অপারেশন এন্ড মাইন্স) এবং বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটিডের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুল বাকী, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটিডের মহা-ব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) মোস্তফা কামাল, পেট্রো বাংলার পরিচালক (অপারেশন) প্রকৌশলী মো. কামরুজ্জামানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য- বাখরাবাদ গ্যাস ফিল্ড ১৯৬৯ সালে শেল ওয়েল কর্তৃক আবিস্কৃত হয় এবং অনুসন্ধান কূপ- ১ খননের মাধ্যমে এ ফিল্ডে গ্যাসের উপস্থিতি নিশ্চিত হয়। ১৯৮১ ও ১৯৮২ সালে বাখরাবাদে আরো ৪টি এবং ১৯৮৯- ৯০ সালে আরো ৩টি কূপ খনন করা হয়। ১৯৮৪ সালের মে মাস থেকে এ ফিল্ড থেকে গ্যাস উতৎপাদন শুরু হয়। ৯নং কূপ থেকে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হওয়ায় সোমবার থেকে বাখরাবাদ গ্যাস ফিল্ডের দৈনিক উৎপাদন ৪৫ মিলিয়ন ঘনফুটে দাঁড়িয়েছে। 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.