আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশী চলচ্চিত্রের তথ্য নিয়ে ওয়েবসাইট BangladeshiMovies.info

গিরগিটি যেমন রূপ বদলায় ঠিক তেমনি মানুষ ও রূপ বদলায়। বাংলাদেশের চলচ্চিত্র পূর্বের এক বাঁধাধরা গন্ডি থেকে বের হয়ে এসেছে বেশ কিছুদিন হয়ে গেলো। এর মাঝেই তৈরী হয়েছে এমন অনেক চলচ্চিত্র যা দেশের ও প্রবাসের মানুষ দ্বারা অনেক সমাদ্রিত হয়েছে, পেয়েছে অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কার। আমাদের বাংলাদেশী চলচ্চিত্রের তথ্য সমূহ সবার কাছে প্রকাশ করার একটি ক্ষুদ্রপ্রয়াস বাংলাদেশী চলচ্চিত্র তথ্য সাইটটি। আমাদের ইচ্ছা, আমাদের দেশের চলচ্চিত্রের কথা সবাই জানুক, সবাই আবার সিনেমা হলে গিয়ে চলচ্চিত্র দেখুক।

আমারা যদি হলে না গিয়ে পাইরেসি করা ভিসিডি / ডিভিডি দেখেই বলি চলচ্চিত্র ভালো না/ ভালো কিংবা যাই বলি না কেন, আসলে আমারা সব ভাবেই আমাদের দেশের চলচ্চিত্র শিল্পের ক্ষতি করছি। আমাদের উচিত, প্রোযজক ও পরিচালকদের উৎসাহী করা যাতে করে তারা আরো ভালো চলচ্চিত্র আমাদের উপহার দিতে পারে। তবে চলচ্চিত্র করতে হলে তো দরকার টাকা। আর আমরা যদি হলে না যাই, তবে সে টাকা কিভাবে পাবে একজন প্রযোজক? তিনি যদি টাকা খাটিয়ে কোন লাভ ই না পান তবে কেন শুধু শুধু এই চলচ্চিত্রের পেছনে টাকা লগ্নি করবেন? তাই আমাদের অনুরোধ, বাংলাদেশী চলচ্চিত্র কে বিশ্বের সবার মাঝে ছড়িয়ে দিন, নিজের দেশের শিল্পকে রক্ষা করতে এগিয়ে আসুন। আর এই ব্লগে যে সব পরিচালক, প্রযোজক আছেন, তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আপনাদের নতুন চলচ্চিত্রের তথ্য আমাদের কে পাঠান যাতে করে আমরা তা সবার মাঝে ছড়িয়ে দিতে পারি।

আমাদের কাছে লেখার ঠিকানাঃ আমাদের ওয়েব ঠিকানাঃ http://bangladeshimovies.info http://bangladeshimovies.net আমাদের ফেসবুক পাতাঃ http://fb.com/BangladeshiMovies.info ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.