আমাদের কথা খুঁজে নিন

   

জাতীয় শুকনা সমিতির পক্ষ থেকে খাদ্যমন্ত্রী বরাবর স্বারকলিপি দেয়া হোক, শুকনা বইলা কি আমরা মানুষ না ...

আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধানো করিয়া স্বপ্নেরও পাখি ধরতে চাই আমি স্বপ্নেরও কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই...

"ভাই একটু চাপবেন..." বাসের শেষ সিটের মাঝখান থেকে ঘুমটা মাত্র ধরে এসেছিল তখনই অপরিচিত গলটা শুনতে পেলাম, "ভাই সিট তো পাঁচ জনের আর চাপমু কোন দিকে... ?" "আরে ভাই একটু কষ্ট কৈরা বসেন, সবাই তো যাত্রী" অগত্যা চেপে বসলাম, বসেই যাত্রী মোহাদয় উচ্চকণ্ঠে রাজনৈতিক সমালোচনা আলেমদের উপর অবিচার এবং বাক্সালিয় দুঃশাসন নিয়ে হেভি লেকচার ঝারলেন। অন্য সবার মত আমিও মাথা ঝাকালাম.... শালার ঘুমটাই গেল। কিছুক্ষণ পর খানিকটা তন্দ্রা এসে গেল...... আবার সেই কণ্ঠ "ভাই একটু চাপেন...... আমার খালতো ভাইরে একটু বসতে দেন, আর অল্প রাস্তা এসে গেছি...... " feeling শুকনা বইলা কি আমরা মানুষ না ...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.