আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ফি বৃদ্ধি বিরোধী কর্মসূচিতে প্রশাসনের লেলিয়ে দেওয়া ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা।


আজ ১৯ সেপ্টেম্বর ২০১০ রোববার বেলা ১১টা চট্টগ্রাম বিশ্বিদ্যালয়ের 'বর্ধিত বেতন-ফি বিরোধী সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দ' এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে আলোকচিত্র, তথ্যচিত্র ও ব্যঙ্গচিত্র প্রদর্শনী শুরু হয়। দুপুর পৌনে ১২টার দিকে প্রশসানের ইন্দনে ছাত্রলীগের সন্ত্রাসীরা উক্ত কর্মসূচিতে হামলা চালায়।সন্তাসীরা প্রদর্শনীর ছবি ও আন্দোলন সংক্রান্ত বুলেটিন ছিড়ে ফেলে। এ সময় ফি-বৃদ্ধি বিরোধী আন্দোলনের ৩ জন কর্ম হামলাকারীদের আক্রমনের স্বীকার হয়ে আহত হয়। এ সময় কাম্পাসে ৩ পল্টুন পুলিশ মোতায়ন ছিল।আন্দোলনকারীদের পক্ষ হতে হামলার সময় প্রক্টর- সহকারী প্রক্টরকে ফোন কার হলেও তাদের কাউকে পাওয়া যায় নি। ৭ দিনের জন্য বেতন ফি বাড়ানোর সিদ্ধান্ত স্থগিতকরণ এক নতুন প্রহসন ঃ গতকাল ১৯ সেপ্টেম্বর ২০১০ দেড় মাস বন্ধ থাকার পর গতকাল ক্যাম্পাস খুলবার দিন ৭ দিনের জন্য ফি-বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিতকরা সিদ্ধান্ত নিতান্তই হাস্যকর।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.