আমাদের কথা খুঁজে নিন

   

মলাট



মলাট মলাটবন্ধী করে রেখে যাবে সে প্রেম না পেয়ে কোন এক তৃষ্ণার্ত প্রেমিকের জ্বলসে যাচ্ছে বুক পাঁজর... দিন মোমের মতো গেলে রাতে নিশাচর হয়ে ঘোরে হাওয়ার বুকে ভর করে আপন ভেবে স্বপ্নবাজ বালকটি মিশে যেতে চায় মেদেনীর সমস্ত অবয়বে কিন্তু অবয়বের কোথাও নিষিদ্ধ কিংবা কাঁটাতার- কোথাও কোথাও মানুষের লাশ ঝুলে কারেন্টতারে মৃত কাক যেমন ঝুলে প্রতিবাদী বালকটি অপ্রকাশিত প্রতিবাদের যন্ত্রণায় প্রায় বাক্প্রতিবন্ধী চেয়েছিল অর্থের মোহ ছেড়ে মানুষের কাছে যাবে পিতার মতো সেই পিতাইতো এখন বিষ কিনতে চায়! মানুষের সভ্যতা ছেড়ে অর্থঘোড়ার ওপর সওয়ার হয়ে যদি দিগন্তকে তালুবন্ধী করে কিংবা নর্তকী ঘুঙুরের মতন বাজানো যেতো ওদের মতন !. আর যাই হোক সে মানুষ হ'তো না এইসব গালভরা বকবকানি স্মৃতির প্রচ্ছদ করা মলাট বন্ধী শাদা পৃষ্ঠার ভিতরে রেখে যাবে ছন্দহীন কবিতার ভাঁজে ভাঁজে... কিংবা গদ্যের শরীরে.... কোন একদিন খুলে দেখো, দেখবে-তো ! মনপোড়া প্রেমিককে, স্বপ্নবাজ বালকটিকে... ২৬/০৭/২০১৩, ঢাকা ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।