আমাদের কথা খুঁজে নিন

   

শাদা মলাট গানটি যেভাবে তৈরী হলো

এতকিছু ... ওই সিনেমার জন্যই... শাদা মলাটে নীল দাগ; তোমায় দিতে চাই ভালো থাকার ভাগ। শাদা মলাটের ইউটিউব লিংক গানের শুরুটা এরকম। সিনেমার গান। ধুমধাড়াক্কা একটা গান ব্যবহার করতে হবে। এরকমই জানতাম।

দৃশ্যটি হলো এরকম যে নায়িকার প্রেমিক মিউজিক মেডিটেশন টিউশনি ইত্যাদি নিয়ে ব্যস্ত। সুতরাং তাকে রাস্তার মধ্যে নামিয়ে দিয়ে নতুন যে লুল ছেলেটি তাকে প্রতিদিন এসএম এস করে তাকে ফোন দিয়ে ডেকে এনে নাচা গানা করা। ভেবেছিলাম বাংলা ছবির পুরনো কোন গানের রিমেক ভার্সন ব্যবহার করবো। কিন্ত বহু আগে লেখা অনুকাব্যটিতে কিভাবে যেন সুর বসে গেল। ভাবলাম হাবিব বালাম টাইপ একটা পঁচা গান পয়দা করা হবে।

বাংলা গানের চিরায়ত সুরকেও কোন এক কুমীরে খেয়ে ফেলেছে। এরকম একটা বিমূর্ত মানেও হোক। কিন্ত কম্পোজার এক্লিপস ব্যান্ডের নাজিম (প্রয়াত ফিরোজ সাই এর ছেলে) কিভাবে যেন গানটাকে ভালবেসে ফেলল। মিউজিক কম্পোজ করা হলো। শূনে তো মাথায় আকাশ কিংবা আকাশে মাথা ভেঙ্গে পড়লো।

তা গান কে গাইবে? ন্যান্সির মতো গলার শিল্পি কই? ও হ্যাঁ । গ্যানটা দ্বৈত। ভার্সিটির এক ছোটবোনকে পাওয়া গেল। তার ফোনে গানটা রেকর্ড করে দিলাম। তিনদিন পর রেকর্ডিং।

স্টুডিও: প্রায় শিরোনামহীন। দুপুর তিনটা থেকে শিফট। ও মাই গড !!! সকাল বেলা আর্টিস্টকে ফোন দিলাম। ভাইয়াআআ... আমিতো কথাই বলতে পারছিনা। গান কিভাবে গাইবো ?? আমিতো থ !! মৌমনকে ফোন দিলাম।

স্টুডিওর কি অবস্থা। সে বললো শিরোনামহীনের রাজীব ভাই তো ঢাকার বাইরে ভাগ্যিস স্টুডিওওয়ালা ঢাকার বাইরে। তা না হলে মেয়ে ভোকাল কী আমি দিতাম পরের সপ্তাহ। স্টুডিও ঠিক হয়েছে স্তোত্র। সহকারীর পরিচালকের বন্ধুর স্টুডিও।

এগারোটার শিফট। একসাথে চারটা গানের রেকর্ডিং। মেয়ে ভোকাল কে দেবে? একজন কে ফোন দেয়া হয়েছে। সে যদি আসে তবে সেই । কম্পোজার নাজিম।

সহকারী পরিচালক মেহরাব। আর প্রত্যয়। আমরা সকাল নটায় রওয়ানা হলাম। ছেলে ভোকাল দেবার জন্য প্রস্তত আরজে প্রত্যয়। অবশেষে আসলেন তিনি।

তার নাম পিংকি। এদিকে জোনাক জ্বলা রাত গানটিং রেকর্ডিং শুরু হয়ে গেল। আর পিংকিকে নিয়ে বসলো নাজিম। তাকে গান তুলে দেয়া হচ্ছে। স্টুডিও ওয়ালা আবার পুরোদস্তর মিউজিশিয়ান।

মহাকালের সন্ধি। সে সহজেই গানটির সুর ক্যাচ করে ফেললো। মেহরাব বললো তুই ই গা। প্রত্যয় এর মেজাজ পুরা খারাপ। অবশেষে পিংকির গান তোলা শেষ হলে ১৫-১৬ টি টেক নেয়া হলো।

জোড়াতালি দিয়ে মিক্সিং শেষে জন্ম হলো। শাদা মলাট। জঘন্য এই সুরটিও আমার মস্তিস্ক প্রসূত। শুনে মতামত জানালে ভাল লাগবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।