আমাদের কথা খুঁজে নিন

   

নিশ্চুপ আমি

তবুও জীবন যাচ্ছে কেটে...জীবনের নিয়মে....

ইদানীং আমি নাকি বড় চুপচাপ হয়ে গেছি। এটা অবশ্য আমার নিজের কথা নয়। সবাই আমাকে এটাই বলে.....চুপ কেন ? কথা বল... কথা বল.... জীবনটা এই সময়ে বড় ধীরগতি হয়ে গেছে। কোন ব্যস্ততাই আমাকে স্পর্শ করে না...কোন কিছুতেই কোন আকর্ষণ বোধ করি না। হয়তোবা এটা উদাসীন হওয়ার ই বয়ষ.. অথবা শুধু আমাকেই ডেকেছে ভেতরের উদাসী বাউলটা।

জীবনের এতগুলো ঘাত-প্রতিঘাত সয়ে গেছি নীরবে। প্রতিবাদ করিনি..সয়ে গেছি একা, নীরবে আমি সরে এসেছি। আমি আমার আমিকে হারিয়ে ফেলেছি অনেক আগেই...এতদিন শুধু খোঁজার চেষ্টা করেছি। এখন খোঁজাও বাদ দিয়েছি। তাই এখন আমার কোন কাজ নেই...এখন আমার অখন্ড অবসর।

আমি অভিমানী ছেলে। আমার বড় কঠিন অভিমান। অভিমানীদের জীবনে অনেক কিছুই ছেড়ে দিতে হয়। আমি ছেড়েছিও অনেক। হয়তোবা ছাড়বও আরো অনেক।

তবু আমি তো জানি আমি কে... আমি কী... আর কেউ না জানুক.... ক্ষতি নেই। .............একাকীত্ব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।