আমাদের কথা খুঁজে নিন

   

আমি নিশ্চুপ

মশিউর রহমান

আমি নিশ্চুপ বশে আছি শুধু ভাবছি আর ভাবছি তুমি আসলে না কাছাকাছি ; কামরাঙ্গার ডালে হলুদিয়া কমলা ঠোঁটাপাখি বসে আছে একা আশপাশে নেই কোন সখী সখীর'ই খোঁজে এদিক ওদিক তার দেখাদেখি! আমি নিশ্চুপ বশে আছি শুধু ঘামছি আর ঘামছি মেঘ সূর্য খেলে কানামাছি ; কালো কালো দৈত্যের দল হামাগুড়ি পাড়ে গুডম-গুডম তর্জন-গর্জন মাথার উপরে ধরনীর সব যেন ভেসে নিয়ে যাবে সাগরে! আমি নিশ্চুপ বশে আছি শুধু দেখছি আর দেখছি পায়রার দল মিছেমিছি ঝলমল মেঘমুক্ত আকাশে শকুন ওড়ে কোন কিছু ছিড়ে কুড়ে খাবার তরে ছায়া খুঁজি ছায়া শকুনের ডানার পরে ! আমি নিশ্চুপ বশে আছি শুধু ঝিমুচ্ছি আর ঝিমুচ্ছি মরীচিকার পিছনে ছুটছি ; ভালবাসার পসরা বিছান অগোচরে অলক্ষ্যে কড়ির বিনিময়ে শান্তির ঠাঁয় কুহকিনী বক্ষে প্রেমিকার অবহেলার আর ঘৃণার সঙ্গম দু:থ্যে ! রচনা কাল ২০১০ইং

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।