আমাদের কথা খুঁজে নিন

   

কক্সবাজার ভ্রমন কিছু অম্ল মধুর অভিঞ্জতা এবং কিছু মাগনা টিপস্

শুধু মাত্র জীবিত মানুষ মৃত্যুবরন করতে পারে ।

ঈদের ব্যাস্ততা কাটিয়ে একদিন বিশ্রামের পর যখন কক্সবাজারের উদ্দেশ্যে স্ববান্ধাব বেড়িয়ে গেলাম তখনও জানতাম না কি ঘটতে যাচ্ছে .... ভাড়া করা একটা নোহাতে সাথে এক হালি ফ্রেন্ড যখন উজান ভাটিতে দুপুরের খাবারের পর ফুসফুসের বারটা বাজানোর চেষ্টায় নিবেদিতো প্রান তখন এক দম্পতি জানালো চিটাগায় পর্যন্ত তাদের কে সঙ্গি করলে তারা নাকি বাধিতো হয়। আমরা তাদের কে বাধিতো হওয়ার সুযোগ দিলাম কিছুটি কাল ক্ষেপনের পর যখন কথা হলো তখন বুঝাগেলো চমৎকার একটি জুটি। জিজিসি মোড়ে তাদের কে ড্রফট করার পর নিজেদের একা একা লাগলো কিন্তু যখন ড্রাইভার জানালো তারা আমাদের কে শুভেচ্ছা উপহার হিসাবে এক হাজার টাকা তার হাতে গুজে দিয়েছে তখন একলা ভাব সহজেই কাটিয়ে উঠলাম । তিনটার আগেই গ্যাস রিফিল করে নিয়ে যখন কর্নফুলি ব্রিজের কাছাকাছি এলাম একটি বাস ঘিড়ে জটলা দেখে এগিয়ে যেতেই জানাগেলো যান্ত্রিক সমস্যায় বাস অচল আমরা কক্সবাজার যাবো শুনে সবাই লিফ্ট চাইলো কিন্তু কাকে নিয়ে কার মন ভাঙ্গি তাই শিশু এ মহিলা মিলিয়ে চার জনকে নিয়ে যখন পটিয়ায় তিন ঘন্টা জাম ঠেলে গন্তব্যে পৌছলাম তখন এশার ওয়াক্ত সমাগতো ।

কিন্তু সেখানেও জ্যাম প্রচন্ড জ্যাম কলাতলী এবং বীচএলাকার রাস্তা ঘাট তো বন্ধ এমন কি শহরের ভিতরেও অসহ্য জ্যাম এই জ্যম ঠেলে একের পর এক হোটেলে ঘুড়লাম একটা রুমের আশায় ... রাত দশটায় যখন আমরা বিদ্ধস্ত হতাস এবং ক্লন্তহয়ে এক নাম্বার বীচে এলাম কারো শরীরেই আনন্দ করার মানসিকতা নেই । মহুয়া (মেঘনাভিলেজ) হোটেলের গুসল খানায় গুসল করে এবং মুসাফির রেস্টুরেন্টের মজাদার কোরাল কারীতে ডিনারের পর ঠিক করলাম আজ রাতটা আমরা গাড়িতেই কাটিয়ে দিবো, অনেক কেই দেখলাম হোটেলে রুম না পেয়ে গাড়িতে থাকছে । কিন্তু বৃস্টি ভেজা আবহাওয়া বেশ ঠান্ডা মনে হলো । ডিউক সেই শীতল আবহাওয়াকে সহনীয় করতে ব্যক ডালার নিচে থাকা এক কেইস ব্যারনসের খোজ জানালো .. যা হোক রাত টি আমরা গাড়িতেই কাটিয়ে দিলাম কিন্তু যদি জানতে পারতার পরের দিন কি ঘটতে যাচ্ছে তবে কি আমরা এতো নিশ্চিন্তে ঘুমুতে পারতাম । পরের পর্বে সমাপ্ত হবে ।

মাগনা টিপস্: ১.পীক সিজেনে এমন ভাবে কক্স বাজারের উদ্দেশ্যে রওনা দিন যাতে সকাল ১২টার মধ্যেই পৌছতে পারেন । নয়তো পরে রুম পাওয়া কঠিন হয়ে যাবে । ২.খরচ কমানোর জন্য কখোনই শহরের হোটেলে খাবেন না ডেকোরেসন যাই হোক স্হানীয় লোকদের জন্য রান্না করা খাবার আপনার জন্য হয়তো রুচিকর নাও হতে পারে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।